ইরানে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন এক নারী। ফাতেমা মহাজেরানি ইরানের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে এই পদে নিয়োগ পেলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমা মহাজেরানিকে নতুন সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই নিয়োগ ইতিহাস সৃষ্টিকারী কারণ মহাজেরানি ইরানে প্রথম নারী যিনি এই পদে নিয়োগ পেলেন। ১৯৭০ সালে আরাক শহরে জন্ম নেওয়া ফাতেমা মহাজেরানি হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয় (এডিনবরা ক্যাম্পাস) থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
Related Posts
অগ্নিগর্ভ বাংলাদেশ! বাতিল মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস, ঢাকায় চলছে না কোনও ট্রেন
অগ্নিগর্ভ বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পথে ছাত্রেরা। দফায় দফায় পুলিশ এবং ছাত্র লীগের নেতা-নেত্রীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে ভারতের পড়শি দেশ। সেই কারণেই ভারত থেকে বাংলাদেশে যাওয়া দুই ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস বাতিল করা হল। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, রাজধানী ঢাকার মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। বৃহস্পতিবার দুপুর থেকেই […]
ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসেই ইজরায়েল-গাজার যুদ্ধ বন্ধের আর্জি কেইর স্টারমেরের
ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসার পরপরই এবার ইজরায়েল-গাজা যুদ্ধ নিয়ে পদক্ষেপ করলেন কেইর স্টারমের । ইজরায়েলের প্রেসিডেন্ট ইজাক হেরজোগের সঙ্গে বৈঠকে বসেন কেইর স্টারমের। ইজরায়েল-গাজা যুদ্ধ যাতে শিগগিরই বন্ধ করা যায়, সে বিষয়ে পদক্ষেপ জোরদার সওয়াল করেন স্টারমের। প্যারিসে ইজাক হেরজোগের সঙ্গে বৈঠকে বসে যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিয়ে সওয়ালের পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব অটুট রাখারও প্রতিজ্ঞাবদ্ধ হন […]
বাংলাদেশের ফরিদপুরে বাস-পিক আপ ভ্যানের সংঘর্ষ, মৃত ১৩
বাংলাদেশের ফরিদপুরে বাস-পিক আপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ১৩ জনের। আহত আরও বেশ কয়েকজন। ফরিদপুরের কানাইপুরের কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃত ১৩ জনের মধ্যে চারজনই এক পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ফরিদপুর-করিমপুর হাইওয়েতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।