ইরানের প্রেসিডেন্টের কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা!

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি-র কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা। ইরানের পূর্ব আজারাইজান প্রদেশে দুর্গম পাহাড়ের কোলে আছড়ে পড়ে প্রেসিডেন্ট রাইসি-র কপ্টার। তাঁর কপ্টারে ছিলেন ইরানের এক মন্ত্রীও। প্রেসিডেন্টের খোঁজে উচ্চ পর্যায়ের তল্লাশি অভিযান চালাচ্ছে ইরানের সেনা। কিন্তু দুর্ঘটনাস্থলে ঘন কুয়াশা, বৃষ্টিতে উদ্ধার কাজ ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বিমান দুর্ঘটনার পর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ঘোষণা করা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছেন। কিন্তু ইরান সরকার অস্বীকার করে মৃত্যুর কথা। 

error: Content is protected !!