হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার একদিন পরই এবার হামাসের সামরিক প্রধান মহম্মদ দেইফের মৃত্যুর খবর সামনে এল। বৃহস্পতিবার, ১ অগাস্ট ইজরালেয়ের প্রতিরক্ষা বাহিনীর তরফে আনুষ্ঠানিক ভাবে দেইফের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, গত মাসেই গাজায় এক বিমান হামলায় মৃত্যু হয়েছে তাঁর। ১৯৬৫ সালে জন্ম দেইফের। তাঁর প্রথম নাম ছিল মহম্মদ মাসরি। ১৯৮৭ সালের দিকে হামাসে যোগ দেন। তখন নাম হয় মহম্মদ দেইফ। ২০২১ সাল পর্যন্ত ইজরায়েল তাঁকে অন্তত পাঁচবার হত্যার চেষ্টা চালিয়েছিল বলে শোনা যায়। ২১ বছর আগে বিমান হানায় মরতে মরতে দেইফ কোনও ক্রমে বেঁচে গিয়েছিলেন। হামলায় এক চোখ, এক হাত ও এক পা হারিয়েছিলেন। নিজের ভাই ও পরিবারের আরও দুই সদস্যকে হারিয়েছিলেন। এবার তাঁরই মৃত্যুর ঘোষণা করল ইজরায়েল। বৃহস্পতিবার সমাজমাধ্যমে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে লেখা হয়েছে, ‘আমরা বর্তমানে নিশ্চিত যে মহম্মদ দেইফের মৃত্যু হয়েছে।’ ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় গত মাসে এয়ারস্ট্রাইক করেছিল তারা। সেই সময়ে মৃত্যু হয় মহম্মদ দেইফের। ১৩ জুলাই এই হামলা চালিয়েছিল আইডিএফ। মনে করা হচ্ছে, ৭ অক্টোবর ইজরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল তার নেপথ্যে প্রধান ভূমিকা ছিল দেইফের। ইজরায়েলে হামলার জেরে মৃত্যু হয় কয়েক হাজার মানুষের।
Related Posts
মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করল হু
আফ্রিকায় মাঙ্কিপক্স-এর ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সকে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির বৈঠকের পর এই ঘোষণা আসে।’আজ, মাঙ্কিপক্স জরুরি কমিটি বৈঠক করেছে এবং আমাকে পরামর্শ দিয়েছে যে তার দৃষ্টিতে, পরিস্থিতিটি আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা গঠন করে। আমি সেই পরামর্শ মেনে নিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার […]
ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট বিডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
তিনদিনের সফরে আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার অন্যতম জনবহুল শহর ফিলাডেলফিয়ায় তিনি পা রাখতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ফিলাডেলফিয়ায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। প্রবাসী ভারতীয় উষ্ণ অভ্যর্থনায় তিনি যে আপ্লুত, এক্স হ্যান্ডলে তা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদি। প্রবাসী ভারতীয়দের সঙ্গে একাধিক ছবি এক্স হ্যান্ডলে তিনি শেয়ার করেছেন। তিনদিনের এই […]
পাকিস্তানে জঙ্গি হামলা, বাস থামিয়ে যাত্রীদের গুলি, গাড়িতে আগুন, মৃত ২৩
পাকিস্তানে ফের জঙ্গি হামলা । বাস থামিয়ে বেছে বেছে যাত্রীদের গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। জঙ্গি হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সোমবার সকালে নারকীয় ঘটনাটি ঘটেছে বালোচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সকালে মুসাখাইল জেলার রারাশাম এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে একাধিক […]