এয়ারস্ট্রাইকে খতম হামাস সেনা প্রধান

হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার একদিন পরই এবার হামাসের সামরিক প্রধান মহম্মদ দেইফের মৃত্যুর খবর সামনে এল। বৃহস্পতিবার, ১ অগাস্ট ইজরালেয়ের প্রতিরক্ষা বাহিনীর তরফে আনুষ্ঠানিক ভাবে দেইফের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, গত মাসেই গাজায় এক বিমান হামলায় মৃত্যু হয়েছে তাঁর। ১৯৬৫ সালে জন্ম দেইফের। তাঁর প্রথম নাম ছিল মহম্মদ মাসরি। ১৯৮৭ সালের দিকে হামাসে যোগ দেন। তখন নাম হয় মহম্মদ দেইফ। ২০২১ সাল পর্যন্ত ইজরায়েল তাঁকে অন্তত পাঁচবার হত্যার চেষ্টা চালিয়েছিল বলে শোনা যায়। ২১ বছর আগে বিমান হানায় মরতে মরতে দেইফ কোনও ক্রমে বেঁচে গিয়েছিলেন। হামলায় এক চোখ, এক হাত ও এক পা হারিয়েছিলেন। নিজের ভাই ও পরিবারের আরও দুই সদস্যকে হারিয়েছিলেন। এবার তাঁরই মৃত্যুর ঘোষণা করল ইজরায়েল। বৃহস্পতিবার সমাজমাধ্যমে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে লেখা হয়েছে, ‘আমরা বর্তমানে নিশ্চিত যে মহম্মদ দেইফের মৃত্যু হয়েছে।’ ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় গত মাসে এয়ারস্ট্রাইক করেছিল তারা। সেই সময়ে মৃত্যু হয় মহম্মদ দেইফের। ১৩ জুলাই এই হামলা চালিয়েছিল আইডিএফ। মনে করা হচ্ছে, ৭ অক্টোবর ইজরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল তার নেপথ্যে প্রধান ভূমিকা ছিল দেইফের। ইজরায়েলে হামলার জেরে মৃত্যু হয় কয়েক হাজার মানুষের। 

error: Content is protected !!