গত শুক্রবার তেল আভিভে ভয়ংকর ড্রোন হামলা চালিয়েছিল ইরানের মদতপুষ্ট ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হাউথি। এবার ‘জবাব’ দিল ইজরায়েলের যুদ্ধবিমান। হোদাইয়া বন্দরে ওই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ ওই বন্দরে অতর্কিতেই হানা দেয় ইজরায়েলি সেনা। সঙ্গে সঙ্গে এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। এটাই ইজরায়েল থেকে ২ হাজার কিমি দূরে অবস্থিত ইয়েমেনে প্রথম ঘোষিত হামলা নেতানিয়াহুর দেশের। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ”ইজরায়েলি নাগরিকদের রক্তের মূল্য চোকাতেই হবে।” সেই সঙ্গে তিনি হাউথিদের সতর্ক করে জানিয়েছেন, ফের যদি এই ধরনের হামলা চালানো হয় এভাবেই জবাব দেবে ইজরায়েল। শুক্রবার ইজরায়েলের মার্কিন দূতাবাসের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সঙ্গে সঙ্গে গোটা অঞ্চল ঘিরে ফেলে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স ও দমকলবাহিনী। খানিক পরেই আইডিএফের তরফে জানানো হয় দূতাবাসের সামনে ড্রোন হামলা হয়েছে। সেখান থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেখান থেকে ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অনেকে আতঙ্কেও অসুস্থ বোধ করেন। হামলার দায় স্বীকার করে ইয়েমেনের হাউথিরা।
Related Posts
কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, নিহতের সংখ্যা বেড়ে ১৯
বাংলাদেশে সংরক্ষণ বিরোধী বিক্ষোভ আরও বেড়েছে। গোটা দেশে এই সংক্রান্ত সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’। তাঁদের মধ্যে কারও গুলির আঘাতে, কারও ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে। শুধু রাজধানী ঢাকাতেই মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। বয়স ৩০-এর নীচে। একাদশ শ্রেণির এক ছাত্রেরও মৃত্যু হয়েছে […]
রাশিয়া সফর শেষে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি
রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৩ সালে অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। প্রায় দীর্ঘ ৪১ বছর পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। স্থানীয় সময়, মঙ্গলবার ভোররাতে ভিয়েনায় পৌছয় মোদীর বিমান। সে দেশে পৌঁছেই মোদী সামাজিক মাধ্যমে লেখেন, “ভিয়েনায় পৌঁছলাম। এটি একটি বিশেষ সফর। […]
চিন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চিন সফরে গিয়েছেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুই রাষ্ট্রনেতা তাদের অটুট বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের প্রশংসা করেছেন। এদিন পুতিন জানান, তিনি চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন সংকট সমাধানে চিনের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। রুম প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়া এবং চীনের অনেক […]