বেশ কয়েক বছর ধরে বারংবার ইডির জেরার মুখে পড়ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার ফের সেই সুকেশ চন্দ্রশেখররে আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বলিউডের অভিনেত্রীর নামে জারি হয়ছে সমন। সেই আর্থিক দুর্নীতি মামলায় নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে সমন পাঠাল ইডি। ২০০ কোটি প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারকরা। গত ৩ বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার যে প্রতারণা মামলায় চলছে, সেই মামলাতেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। এক বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংহের স্ত্রী অদিতি সিংহের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে। সেই সময় সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকুলিন। ইডির দাবি, সুকেশ জালিয়াতি করা টাকায় জ্যাকলিনের জন্য দামি উপহার কিনতেন। ২০২২ সালে দায়ের করা চার্জশিটে দাবি করা হয়, জ্যাকলিন সুকেশের অপরাধ সম্পর্কে অবগত হয়েও ওই সমস্ত দামি উপহার, মূল্যবান গয়না নিতেন। এই বিষয়ে ইতিমধ্যেই জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
Related Posts
মুক্তি পেল এম নাইট শ্যামালনের ‘ট্র্যাপ’-এর ট্রেলার
প্রকাশ্যে এল ভারতীয় বংশোদ্ভূত পরিচালক এম নাইট শ্যামালনের নতুন ছবি ‘ট্র্যাপ’-এর ট্রেলার। হলিউডে শ্যামালনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ‘দ্য সিক্স সেন্স’ থেকে ‘গ্লাস’, ‘আনব্রেকেবেল’–শ্যামলন মানেই একেবারে ব্যতিক্রমী চমক। ‘ট্র্যাপ’-এর কাহিনিও একেবারে অন্য ধরনের। এক ব্যক্তি, তাঁর মেয়েকে নিয়ে যান একটি মিউজিক কনসার্টে। সেখানে গিয়ে সেই ব্যক্তির সঙ্গে ঘটতে থাকে অদ্ভূত ঘটনা। সে জানতে পারে এই কনসার্টে যোগদানের […]
এবার লেখিকা বিপাশা হয়ে সকলের মন জয়ের যাত্রা শুরু অভিনেত্রীর
বর্তমানে সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে রেখেছেন অভিনেত্রী বিপাশা বসু। একরত্তি মেয়ে দেবীকে ঘিরেই দিন কাটছে তাঁর। মেয়ের সঙ্গে আদুরে মুহূর্তের ঝলক মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার জানা যাচ্ছে, নতুন অবতারে অনুরাগীদের কাছে ধরা দেবেন অভিনেত্রী। এবার লেখিকার ভূমিকায় আসছেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছেন তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনও […]
২৩ জুন শত্রঘ্নকন্যা সোনাক্ষী সিনহার বিয়ে
আগামী ২৩ জুন মুম্বইয়ে বসবে সোনাক্ষী সিনহার বিয়ের আসর। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী। ম্যাগাজিনের কভারের মতো তৈরি করা হয়েছে বিয়ের কার্ড। কার্ডের উপরে লেখা ‘গসিপই হল সত্যি’। কিছুদিন আগেই প্রেমের কথা প্রকাশ্যে আনেন সোনাক্ষী। জানা যাচ্ছে, গত একবছর ধরেই লিভইনে আছেন তাঁরা। তবে এখন জানা যাচ্ছে পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ে […]