৩ মাস পর খুলল জলদাপাড়া অভয়ারণ্য

তিনমাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল জলদাপাড়া অভয়ারণ্য। জঙ্গল খুলতেই সূচনা হল পর্যটকদের জঙ্গল সাফারি দিয়ে। গত ৩ মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। ১৬ সেপ্টেম্বর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সংরক্ষিত বনাঞ্চল গুলি। ফের পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যানে জিপসি সাফারি ও হাতি সাফারি। এদিন সকালে গরুমারার জাতীয় উদ্যানের গেটে পর্যটকদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বন দফতরের কর্মীরা। প্রথম দিনেই প্রচুর পর্যটক জিপসি নিয়ে জঙ্গলে ঢুকতে দেখা গেল। স্বাভাবিকভাবেই এদিন থেকে ফের বন্যপ্রাণীদের দেখার, জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। এই মুহূর্তে উত্তরবঙ্গে জুড়ে বৃষ্টি হচ্ছে। তাই পুজোর মরশুমে বর্ষার জঙ্গলের আনন্দ অনুভব করতে পারবেন সকলে। তবে বৃষ্টি কতদিন থাকবে, তার উপর নির্ভর করবে সব।

error: Content is protected !!