জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ সভাপতি উত্তম রায়

জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ-সভাপতি উত্তম রায় ৷ অভিযোগ, সরকারি জমিতে অবৈধভাবে হোটেল করেছেন উত্তম। দীর্ঘদিন ধরে সেভাবেই ব্যবসা চালাচ্ছেন। যদিও বিজেপি নেতার দাবি, বাম আমলে তিনি সরকারি জমির পাট্টা পেয়েছিলেন । সেখানেই হোটেল খুলে ব্যবসা শুরু করেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ বাম আমলে সমস্ত নিয়ম মেনে তিনি জমির পাট্টা পেয়েছিলেন ৷ কিন্তু, রাজগঞ্জের বিএলআরও তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন । তার ফলেই তাঁকে গ্রেফতার হতে হল। শুক্রবার জলপাইগুড়ির ভোরের আলো থানার পুলিশ উত্তমকে গ্রেফতার করে ৷ তাঁর বাড়ি ভোরের আলো থানার অন্তর্গত মিলনপল্লিতে ৷ তাঁর বিরুদ্ধে রাজগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে মামলারুজু করা হয়েছে ৷ যদিও বিজেপি নেতা দাবি করেছেন, বাম আমলে তাঁকে জমির পাট্টা দেওয়া হয়েছিল ৷ আর সেই জমিতেই তিনি হোটেল করেছেন ৷ কিন্তু, তিনি বিজেপি করেন বলেই, তাঁর বিরুদ্ধে সরকারি জমি জবর দখলের মামলা করা হয়েছে ৷ তাঁর আরও অভিযোগ, বৃহস্পতিবার তাঁকে থানায় তলব করা হয়েছিল ৷ ব্যস্ত থাকায় যেতে পারেননি ৷ কিন্তু এদিন সকালে রাস্তা থেকে পুলিশ উত্তম রায়কে তুলে নিয়ে আসে ৷

error: Content is protected !!