জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ-সভাপতি উত্তম রায় ৷ অভিযোগ, সরকারি জমিতে অবৈধভাবে হোটেল করেছেন উত্তম। দীর্ঘদিন ধরে সেভাবেই ব্যবসা চালাচ্ছেন। যদিও বিজেপি নেতার দাবি, বাম আমলে তিনি সরকারি জমির পাট্টা পেয়েছিলেন । সেখানেই হোটেল খুলে ব্যবসা শুরু করেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ বাম আমলে সমস্ত নিয়ম মেনে তিনি জমির পাট্টা পেয়েছিলেন ৷ কিন্তু, রাজগঞ্জের বিএলআরও তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন । তার ফলেই তাঁকে গ্রেফতার হতে হল। শুক্রবার জলপাইগুড়ির ভোরের আলো থানার পুলিশ উত্তমকে গ্রেফতার করে ৷ তাঁর বাড়ি ভোরের আলো থানার অন্তর্গত মিলনপল্লিতে ৷ তাঁর বিরুদ্ধে রাজগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে মামলারুজু করা হয়েছে ৷ যদিও বিজেপি নেতা দাবি করেছেন, বাম আমলে তাঁকে জমির পাট্টা দেওয়া হয়েছিল ৷ আর সেই জমিতেই তিনি হোটেল করেছেন ৷ কিন্তু, তিনি বিজেপি করেন বলেই, তাঁর বিরুদ্ধে সরকারি জমি জবর দখলের মামলা করা হয়েছে ৷ তাঁর আরও অভিযোগ, বৃহস্পতিবার তাঁকে থানায় তলব করা হয়েছিল ৷ ব্যস্ত থাকায় যেতে পারেননি ৷ কিন্তু এদিন সকালে রাস্তা থেকে পুলিশ উত্তম রায়কে তুলে নিয়ে আসে ৷
Related Posts
হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম আরও এক, তদন্তে পুলিশ
হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। আহত এক কিশোরের বাঁ হাত উড়ে গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এখন সে হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েক জন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়েরা। তাঁরা দেখেন, বোমার […]
সন্দেশখালির নাম শুনেই মহিলাদের গালাগালি দিলেন শুভেন্দু অধিকারী, তোপ অভিষেকের
সন্দেশখালির নাম শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন শুভেন্দু অধিকারী। রেগে গিয়ে স্লোগান দেওয়া মহিলাদের উদ্দেশ্যে অশালীন শব্দবন্ধ ব্যবহার করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যদিও ভিডিওর সত্য়তা যাচাই করেনি বঙ্গনিউজ। একটি সভা থেকে বেরোনোর সময় সন্দেশখালির বিষয়ে শুনে অশালীন শব্দ প্রয়োগ করতে শোনা গেল তাঁকে। সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ […]
ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়, আক্রান্ত ৪ বছরের শিশু
ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়। আক্রান্ত রাজ্যের ৪ বছরের এক শিশু। ২০১৯ সালে দেশে একজনের শরীরে মেলে বার্ড ফ্লুর ভাইরাস। তার পর বাংলায় ওই ৪ বছরের শিশুর শরীরে মিলেছে H9N2 ভাইরাস। এনিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানাচ্ছে গুরুতর শ্বাসকষ্ট, জ্বর ও পেটে ব্যথা নিয়ে ওই শিশুটি গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি […]