খাদ্য়ে বিষক্রিয়া, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেত্রী জাহ্নবী কাপুর

খাদ্য়ে বিষক্রিয়া। হাসপাতালে ভর্তি জাহ্নবী কাপুর! নায়িকার ভক্তদের জন্য খারাপ খবর, দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি শ্রীদেবী কন্যা। জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হয়েছেন সুন্দরী।  বিয়ে বাড়ির ঘোর কাটবার আগেই চেন্নাই গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, মঙ্গলবার চেন্নাই থেকে ফেরবার সময় এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন নায়িকা। বাড়ি ফেরার পর থেকেই অসুস্থবোধ করছিলেন জাহ্নবী। শারীরিক পরিস্থিতি আরও বিগড়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে, জানিয়েছেন ওই সূত্র। তবে এয়ারপোর্টের সেই খাবারের জেরেই কি ফুড পয়জনিং-এর শিকার জাহ্নবী? তা স্পষ্ট নয়।  জাহ্নবীর অসুস্থতার খবর মেনে নিয়েছেন বনি কাপুরও। প্রযোজক নিজে দু-দিন আগে কলকাতায় হাজির হয়েছিলেন সিসিএলের জয়ের সেলিব্রেশনের অংশ হতে। কিন্তু আচমকাই অসুস্থ মেয়ে, জাহ্নবীর পাশেই রয়েছেন বনি কাপুর। ই-টাইমসকে বনি জানান, আপতত জাহ্নবী আগের চেয়ে ভালো আছেন। তবে আরও দু-দিন হয়ত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখবেন। শুক্রবার কিংবা শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেত্রী। ওদিকে আম্বানিদের বিয়েবাড়িতে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন জাহ্নবী। অনন্তের সঙ্গীত সেরেমানি থেকে বিয়ে এবং শুভ আর্শীবাদেও দেখা মিলেছিল শ্রীদেবী কন্যার। কখনও ময়ূর পালকের রঙের পোশাকে, আবার কখনও সোনালি পোশাকে নজরকাড়া লুকে গ্ল্যামারাস জাহ্নবী। কখনও আবার শিখরকে কাঁচি দিয়ে গার্লফ্রেন্ডের ড্রেস কাটতে দেখা গিয়েছে, যাতে নাচে কোনও বাধা না আসে! 

error: Content is protected !!