খাদ্য়ে বিষক্রিয়া। হাসপাতালে ভর্তি জাহ্নবী কাপুর! নায়িকার ভক্তদের জন্য খারাপ খবর, দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি শ্রীদেবী কন্যা। জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হয়েছেন সুন্দরী। বিয়ে বাড়ির ঘোর কাটবার আগেই চেন্নাই গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, মঙ্গলবার চেন্নাই থেকে ফেরবার সময় এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন নায়িকা। বাড়ি ফেরার পর থেকেই অসুস্থবোধ করছিলেন জাহ্নবী। শারীরিক পরিস্থিতি আরও বিগড়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে, জানিয়েছেন ওই সূত্র। তবে এয়ারপোর্টের সেই খাবারের জেরেই কি ফুড পয়জনিং-এর শিকার জাহ্নবী? তা স্পষ্ট নয়। জাহ্নবীর অসুস্থতার খবর মেনে নিয়েছেন বনি কাপুরও। প্রযোজক নিজে দু-দিন আগে কলকাতায় হাজির হয়েছিলেন সিসিএলের জয়ের সেলিব্রেশনের অংশ হতে। কিন্তু আচমকাই অসুস্থ মেয়ে, জাহ্নবীর পাশেই রয়েছেন বনি কাপুর। ই-টাইমসকে বনি জানান, আপতত জাহ্নবী আগের চেয়ে ভালো আছেন। তবে আরও দু-দিন হয়ত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখবেন। শুক্রবার কিংবা শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেত্রী। ওদিকে আম্বানিদের বিয়েবাড়িতে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন জাহ্নবী। অনন্তের সঙ্গীত সেরেমানি থেকে বিয়ে এবং শুভ আর্শীবাদেও দেখা মিলেছিল শ্রীদেবী কন্যার। কখনও ময়ূর পালকের রঙের পোশাকে, আবার কখনও সোনালি পোশাকে নজরকাড়া লুকে গ্ল্যামারাস জাহ্নবী। কখনও আবার শিখরকে কাঁচি দিয়ে গার্লফ্রেন্ডের ড্রেস কাটতে দেখা গিয়েছে, যাতে নাচে কোনও বাধা না আসে!
Related Posts
প্রয়াত হলিউডের বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল
প্রয়াত হলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা যাচ্ছে, বাধ্যর্কজনিত অসুস্থতার কারণেই রবিবার বিকেল তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। এদিন মৃত্যুর খবর হিলের এজেন্ট লু কুলসন প্রকাশ্যে আনেন। তাঁর কেরিয়ারের অন্যতম বিখ্যাত চরিত্র ‘টাইচানিক’ ছবির ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং ‘লর্ড অফ দ্য রিং’ ট্রিওলজি কিং থিওডেন।
টুলুস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ’12th Fail’
বিধু বিনোদ চোপড়া পরিচালিত বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর অভিনীত ’12th Fail’ ছবিটি টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালের ৯তম সংস্করণে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। ছবির প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার টিম এ তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করে লেখা হয়েছে, ’12th Fail টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় সিনেমা বিভাগে সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে। এই ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ। […]
‘লজ্জা, লজ্জা, সম্রাট নগ্ন হয়ে গিয়েছেন’, সন্দেশখালির স্টিং ভিডিও ইস্যুতে মোদিকে তোপ অভিনেতা প্রকাশ রাজ
সন্দেশখালিতে স্থানীয় এক বিজেপি নেতার করা গোপন ভিডিয়োয় ষড়যন্ত্রের স্বীকারোক্তি নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাড়া পড়েছে। সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালির বিজেপি নেতার ওপর করা স্টিং অপারেশনের ভিডিও নিয়ে অনেকেই অবাক। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওয় এক বিজেপি নেতা দাবি করেছেন, “গত কয়েক মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি ‘সাজানো’ ছিল! টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন মহিলারা।” যদিও এই […]