হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে এবার লড়াই করবেন মডেল জেসিকা লালের হত্যাকারী মনু শর্মার মা শক্তিরানি। দু’দিন আগে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। ১৯৯৯ সালে মডেল জেসিকা লাল খুন হন। প্রথমিকভাবে নিম্ন আদালত রায় দিয়ে জানায় প্রধান অভিযুক্ত মনু শর্মা নির্দোষ। পরের দিন দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিকের ব্যানার হয়েছিল, ‘নো ওয়ান কিলড জেসিকা!’ এরপরেই দেশজুড়ে ‘বিচার চেয়ে’ শুরু হয় গণআন্দোলন। সকলেরই মনে আছে প্রখ্যাত মডেল জেসিকা লাল হত্যাকাণ্ডের কথা। ১৯৯৯ সালের ঘটনা। এই ঘটনা নিয়ে পরবর্তীকালে সিনেমা হয়েছিল। নো ওয়ান কিলড জেসিকা। দেশ দেখেছিল, প্রথম মোমবাতি হাতে সাধারণ নাগরিকদের প্রতিবাদী মিছিল। জেসিকার হত্যাকারী হাই প্রোফাইল রাজনীতিবিদ। ঘটনার সময় কংগ্রেসের কর্মী। পরে যদিও বিতাড়িত। সেই অপরাধী মনু শর্মার মা শক্তিরাণী শর্মাকে হরিয়ানার আম্বালা থেকে ভোট প্রার্থী করল বিজেপি। আম্বালার প্রথম মহিলা মেয়র শক্তি রাণী শর্মা বিজেপি প্রার্থীকে হারিয়েই মেয়র হয়েছিলেন। প্রসঙ্গত, বুধবার ৯০টি আসনের মধ্যে ৬৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেখানেই রয়েছে শক্তিরানির নাম। তিনি কালকা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Related Posts
দেশ জুড়ে তৃতীয় দফায় ভোট পড়ল ৬১ শতাংশ, বাংলার ৪ কেন্দ্রে ৭৪ শতাংশ
তৃতীয় দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার থেকে মহারাষ্ট্রে বিরোধী এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে বাংলার মহুয়া মৈত্র, রীতেশ দেশমুখ থেকে জেনেলিয়া ডিসুজা-রা এই দফায় ভোট দিলেন। তৃতীয় দফায় রাত আটটা পর্যন্ত দেওয়া হিসেবে দেশে ভোট পড়ল ৬১.৪৫ শতাংশ। এবার এই […]
আগামী ৫দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি
আগামী ৫ দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ।এছাড়াও ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপ-হিমালয় অঞ্চল পশ্চিমবঙ্গ, সিকিম এবং কর্ণাটকের অভ্যন্তরে তীব্র তাপপ্রবাহ জনিত পরিস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে তারা। তবে কিছুটা স্বস্তি উত্তর পূর্বে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎ […]
টানা চারদিন ভারি বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ভেঙে পড়ল একাধিক বাড়ি
শনিবারেও ভারি বৃষ্টিতে নাজেহাল দিল্লি। এই নিয়ে টানা চারদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে দিল্লি জুড়ে। একাধিক ব্যস্ত রাস্তায় জল জমে যানজটের সৃষ্টি হচ্ছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। দিল্লি প্রশাসন সূত্রে খবর, শনিবার একনাগাড়ে বৃষ্টির জন্য জল জমার অন্ততপক্ষে ২০টি অভিযোগ পাওয়া গিয়েছে। বহু এলাকায় গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎহীন কয়েকটি এলাকা। রোহতক […]