নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করল পুলিশ ৷ ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) সূত্রে খবর, ঝাড়খণ্ডের লোহারদাগা-সহ ১৪টি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ তাতে এই আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্লিপার সেল ধরা পড়েছে ৷ ঝাড়খণ্ড পুলিশের কাছে খবর ছিল, রাজ্যে আল কায়েদা জঙ্গির স্লিপার সেল এবং ১২ জন জঙ্গি রয়েছে ৷ তারপরই তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ ৷ জঙ্গি দমন শাখা তল্লাশি অভিযান চালিয়ে ৭ জন জঙ্গিকে গ্রেফতার করে ৷ ঝাড়খণ্ডের রাঁচি, লোহারদাগা, গোড্ডা, হাজারিবাগ-সমেত ১৪টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হয় ৷সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে ঝাড়খণ্ডের এটিএস ৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি একে-৪৭-এর মতো ৷ কিন্তু সেগুলি যথার্থই একে-৪৭ কি না, তা নিশ্চিত জানা যায়নি ৷ঝাড়খণ্ডে আল কায়েদার একটি বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে ৷ এই খবর পুলিশ ও গোয়েন্দা বিভাগের কাছে আসতেই পুলিশের উচ্চস্তরীয় আধিকারিকদের যৌথ দল বুধবার গভীর রাতে বৈঠক করে ৷ এরপরই ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড তল্লাশি অভিযান চালায় ৷ এরপর এই আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করে, যা বড়সড়ো সাফল্য বলেই মনে করছে পুলিশ ৷ লোহারদাগার কুডু থানা এলাকায় তল্লাশি চালায় এটিএস ৷ এখান থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছে দু’টি অস্ত্র পাওয়া গিয়েছে ৷ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক শ্রদ্ধা কেরকট্টা এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এসডিপিও জানিয়েছেন, এটিএস দল হেনজালা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ এর বেশি কোনও তথ্য দিতে চায়নি পুলিশ ৷
Related Posts
আলমারির মধ্যে বাঙ্কার, সেখানেই লুকিয়ে ছিল কুলগ্রামে এনকাউন্টারে খতম ৬ জঙ্গি, দেখুন ভিডিও
বাইরে থেকে দেখলে মনে হবে একটা আলমারি। কিন্তু তার দরজা খুলতেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন, এ কোনও সাধারণ আলমারি নয়। ওই আলমারির ভিতর তৈরি করা হয়েছিল একটি বাঙ্কার। সেই বাঙ্কারেই আশ্রয় নিয়েছিল কাশ্মীরের কুলগ্রামে এনকাউন্টারে নিহত চার জঙ্গি! এমনই দাবি করল জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে […]
‘পলাতক’ হাসিনার সাক্ষাত্ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের’, প্রধানমন্ত্রী মোদির বাসভবনে জরুরি বৈঠক!
পদ্মাপারে সেনা শাসন। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে এদেশে চলে এসেছেন শেখ হাসিনা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিজের বাসভবনেই উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি। বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যন্য়রা। দেশজুড়ে তুমুল বিক্ষোভ। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন এখন জনতার দখলে। সূত্রের খবর, সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য ৪৫ […]
স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগ, গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের প্রাক্তন সচিব
দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগ। গ্রেফতার অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমার।। শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। উল্লেখ্য দিল্লি পুলিশ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। দিল্লি সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। স্বাতী মালিওয়ালের অভিযোগ, গত ১৩ মে কেজরির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন তিনি। অভিযোগ সেখানেই আচমকা তাঁর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব। […]