কানওয়ার যাত্রার শুরুতেই আরও কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশে। এবার কানওয়ার যাত্রাপথে সকল মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিল বারাণসী পুরসভা। গোটা শ্রাবণ মাসেই ওই যাত্রাপথে মাংস ও পোল্ট্রির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে, তার জন্যেই এই পদক্ষেপ, জানিয়েছে পুরসভা। বারাণসীর মেয়র সন্দীপ শ্রীবাস্তব উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কানওয়ার যাত্রায় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য মাংসের দোকান বন্ধের নির্দেশ দেন পুরসভার কমিশনার। নির্দেশ জারির পর কানওয়ার যাত্রাপথে সমস্ত মাংসের দোকান বন্ধ রয়েছে কি না, তা ঘিরে নজরদারিও চালানো হবে। নির্দেশ অমান্য করলে জরিমানাও করা হবে। চলতি সপ্তাহে মুজফফরনগর পুলিশ কানওয়ার যাত্রাপথে সমস্ত খাবারের দোকানে মালিকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করার নির্দেশ জারি করে। এরপর এই নির্দেশিকা জারি করেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কানওয়ার যাত্রার প্রতিটি রুটে যত খাবারের দোকান রয়েছে সেখানে দোকান মালিকের নাম ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। যোগীর এই নির্দেশ সমর্থন করেছেন রামদেব। শুধু উত্তরপ্রদেশে নয়, উত্তরাখণ্ডেও সমস্ত দোকানের বাইরে মালিকদের নাম উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। যা কেন্দ্র করে বিরোধীরা তো বটেই, এমনকী এনডিএ শিবিরের নেতারাও উষ্মা প্রকাশ করেছেন।
Related Posts
হাথরস পদপিষ্ট কাণ্ডে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের
শুক্রবার ভোরেই নয়া দিল্লি থেকে উত্তর প্রদেশের হাথরসের উদ্দেশে রওনা দেন লোকসভার বিরোধী দলনেতা। গত সোমবার হাথরসে এক ধর্মগুরুর সৎসঙ্গে পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়েছে। যার অধঘিকাংশই মহিলা, কয়েকজন শিশুও রয়েছে। এদিন, হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। হাথরসের পথে আলিগড়ের পিলাখনা গ্রামে থামে তাঁর কনভয়। এই গ্রামেও পদপিষ্ট হয়ে নিহত হওয়া বেশ কয়েকজনের […]
নিট-নেট দুর্নীতি কাণ্ডের জের, সরিয়ে দেওয়া হল এনটিএ ডিজিকে
নিট-নেট বিতর্কের মাঝেই সরিয়ে দেওয়া হল (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) এনটিএ-র ডিরেক্টর সুবোধ কুমারকে ৷ তাঁর জায়গায় আনা হয়েছে প্রদীপ সিং খারোলাকে ৷ ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও এমডি পদে রয়েছেন তিনি ৷ তাঁকেই এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে […]
ভারত চায় প্রতিবেশী দেশগুলো শান্তি, সমৃদ্ধির পথে হাঁটুক : প্রধানমন্ত্রী
আর জি কর-র অন্দরে মহিলা চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে দেশ। তাঁকে যে নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে সরব সাধারণ মানুষ। এদিকে, ঘটনার কিছুদিন আগে, গত ৫ অগস্ট বাংলাদেশের রাজনীতি তোলপাড় হয়। সেদেশে ছাত্র-জনতা আন্দোলনের সরব দাবিতে পদত্যাগ করেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছুটে আসেন ভারতে। এরপর বাংলাদেশে হিন্দুজদের ওপর অত্যাচারের নানান […]