তারাপীঠে কৌশিকী অমাবস্যা ভক্তদের ঢল

রবিবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কৌশিকী অমাবস্যা। তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার রাতকে ‘তারা রাত্রি’ বলা হয়। এক বিশেষ মুহূর্তে নাকি স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খোলে এবং বিশ্বাস যে, সাধক নিজের ইচ্ছে মতো শক্তিসাধনার মধ্যে দিয়ে এদিন সিদ্ধিলাভ করতে পারেন। সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। প্রত্যেক বছর তারাপীঠে দেবীদর্শনের জন্য বহু ভক্ত আসেন।তবে তাঁরা বিশেষ করে আসেন এই কৌশিক অমাবস্যায়। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। অনলাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে প্রতারণা চক্র রুখতে উদ্যোগী হলো তারাপীঠ মন্দির কমিটি৷ তারা জানিয়েছে, অনলাইন পুজোর কোনও ব্যবস্থাই কমিটির তরফে রাখা হয়নি। পাশাপাশি, পুজো দেওয়ার ভিড় সামাল দিতে ও নিরাপত্তার খাতিরে একাধিক পদক্ষেপ করেছে বীরভূম পুলিশ। পাশাপাশি, কৌশিকী অমবস্যার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা। রবিবার সাংবাদিক বৈঠক করে বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, নিরাপত্তায় থাকছেন ৩০০ জন অফিসার সহ এক হাজার পুলিশকর্মী ও ১,৭০০ সিভিক ভলান্টিয়ার। এ বাদে দু’শো সিসিটিভি ক্যামেরা, ৩৭টি ড্রপ গেট, ১০টি ওয়াচ টাওয়ার, ১৩টি এন্ট্রি প্যাট্রলিং টিম ও কুইক রেসপন্স টিম ভক্তদের সুরক্ষায় নজর রাখবে।

error: Content is protected !!