রবিবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কৌশিকী অমাবস্যা। তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার রাতকে ‘তারা রাত্রি’ বলা হয়। এক বিশেষ মুহূর্তে নাকি স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খোলে এবং বিশ্বাস যে, সাধক নিজের ইচ্ছে মতো শক্তিসাধনার মধ্যে দিয়ে এদিন সিদ্ধিলাভ করতে পারেন। সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। প্রত্যেক বছর তারাপীঠে দেবীদর্শনের জন্য বহু ভক্ত আসেন।তবে তাঁরা বিশেষ করে আসেন এই কৌশিক অমাবস্যায়। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। অনলাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে প্রতারণা চক্র রুখতে উদ্যোগী হলো তারাপীঠ মন্দির কমিটি৷ তারা জানিয়েছে, অনলাইন পুজোর কোনও ব্যবস্থাই কমিটির তরফে রাখা হয়নি। পাশাপাশি, পুজো দেওয়ার ভিড় সামাল দিতে ও নিরাপত্তার খাতিরে একাধিক পদক্ষেপ করেছে বীরভূম পুলিশ। পাশাপাশি, কৌশিকী অমবস্যার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা। রবিবার সাংবাদিক বৈঠক করে বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, নিরাপত্তায় থাকছেন ৩০০ জন অফিসার সহ এক হাজার পুলিশকর্মী ও ১,৭০০ সিভিক ভলান্টিয়ার। এ বাদে দু’শো সিসিটিভি ক্যামেরা, ৩৭টি ড্রপ গেট, ১০টি ওয়াচ টাওয়ার, ১৩টি এন্ট্রি প্যাট্রলিং টিম ও কুইক রেসপন্স টিম ভক্তদের সুরক্ষায় নজর রাখবে।
Related Posts
বরহানগরের উপনির্বাচনের তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, পালটা তেড়ে সিপিএম প্রার্থী
শেষদফায় ৯ আসনে ভোট গ্রহণের সঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রেও। সেখানে গিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি কেন এসেছেন তা নিয়েই বাকবিতন্ডায় জড়ান এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে। শেষপর্যন্ত তা ধস্তাধস্তিতে জড়ায়। ঘটনাস্থল ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ। তাঁর সঙ্গে তর্কাতর্কি জড়ান বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। এনিয়ে একটি ভিডিও […]
বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল
হাওড়া বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন স্টপেজ ছিল চুঁচুড়া স্টেশনে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও সেখানে না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। এতেই স্তম্ভিত অফিস ফিরতি যাত্রীরা। পরে আবার সেই ট্রেনই ফিরে আসে । এমনই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল ট্রেনের যাত্রীরা। এই ট্রেনটি বর্ধমান সুপার নামে পরিচিত যাত্রীদের […]
রাতভর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ সুন্দরবনের উপকূল এলাকা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, মৃত ৫
ঝড়ের দাপটে ভেঙে পড়েছিল বাড়ির কলাগাছ৷ সেই কলা গাছ কেটে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা৷ আর তাঁকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হল ছেলেরও৷ সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারিতে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা এবং ছেলে, দু জনেরই মৃত্যু হয়েছে৷ এই নিয়ে ঘূর্ণিঝড় রিমলের জেরে শুরু হওয়া দুর্যোগে রাজ্যে চার জনের মৃত্যু হল৷ সোমবার […]