বহুদিনের আয়োজনের পর মানুষ কেদারনাথে যান। তবে এবার নাকি দিল্লিতেই দর্শন হবে কেদারনাথের! পুষ্কর সিং ধামী বুধবার ঘোষণা করেছেন, এবার দেশের রাজধানীতেই কেদারনাথ দর্শন সম্পন্ন হবে। দিল্লির বুরারিতে ৩ একর জমির ওপর তৈরি করছে কেদারনাথ দিল্লি ধাম ট্রাস্ট। তবে একথা শুনে প্রবল ক্ষুব্ধ শঙ্করাচার্য। জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন গোটা বিষয়টি নিয়ে। শুধু ক্ষোভ প্রকাশ নয়, তাঁর সাফ বক্তব্য, আর একটি কেদারনাথের প্রতীকী মন্দির হতেই পারে না। তাঁর যুক্তি, শিব পুরাণে ১২টি জ্যোতির্লিঙ্গের নাম এবং প্রতিটির জন্য নির্দিষ্ট স্থানের উল্লেখ রয়েছে স্পষ্ট ভাবে। যখন কেদারনাথের অবস্থানের উল্লেখ হিমালয়ে, সেখানে ঠিকানা দিল্লিতে কী করে হতে পারে? গোটা ঘটনায় রাজনীতির দিকেও তিনি ইঙ্গিত করেছেন। তাঁর মতে রাজনীতির লোকেরা ধর্মীয় স্তানে প্রবেশ করছেন। আর তাতেই এই সমস্যা। কেদারনাথ মন্দিরের সোনা কেলেঙ্কারির কথাও মনে করিয়ে দিয়ে প্রশ্নকরেছেন, ওই কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার পর, তা নিয়ে চর্চা না করে আচমকা দিল্লিতে নতুন কেদারনাথ তৈরির পরিকল্পনার কারণ কী? তাঁর মতে, আরও একটি মন্দির তৈরি হবে্ এবং তাতে আরও একটি কেলেঙ্কারি হবে।
Related Posts
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে বাংলায় আবাস যোজনা ও একশোর দিনের কাজে বরাদ্দ নিয়ে শ্বেতপ্রকাশ দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। শেষপর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যসভায় যেদিন বাজেট পরিবেশন করা হয়, তখন বলছিলেন, ১০ বছর ধরে বাংলার আমরা হাজার হাজার কোটি […]
ফের অশান্ত মণিপুর, চলল গুলি-বোমা, মৃত ৪, আহত ১০
ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। রবিবার, রাজধানী শহর ইম্ফলের দক্ষিণ জেলায় সশস্ত্র বাহিনীর হানায় এক মহিলা সহ মোট চার জনের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, পাহাড়ি অঞ্চল থেকে নিচু উপত্যকা অঞ্চলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়। মূলত পার্শ্ববর্তী কোরটুক এবং কাডাংবান্দ এলাকায় ভারী গুলিবর্ষণের ফলে এক মহিলা-সহ মোট ৪ জনের মৃত্যু হয়। […]
সপ্তম দফা নির্বাচনের আগে কন্যাকুমারীতে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী মোদি, নিরাপত্তায় ২ হাজার পুলিশ-নৌসেনা
সপ্তম দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার থেকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দুদিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী। ১ জুন ভোট রয়েছে মোদির কেন্দ্র বারাণসীতেও। আগামী ৪৮ ঘণ্টা মোদির ধ্যান করার কথা বিবেকানন্দ রকে। প্রধানমন্ত্রীর ধ্যানকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাহি আয়োজন করা হয়েছে কন্যাকুনারীতে। বৃহস্পতিবার থেকেই পর্যটকদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় […]