কেরলে অভিনেত্রীর বিরুদ্ধে সেক্স র‍্যাকেট চালানোর অভিযোগ

মালয়লম বিনোদন জগতে হেমা কমিটির রিপোর্ট আসার পর শোরগোল পড়ে গিয়েছে। যৌন হেনস্তার অভিযোগে জেরবার বিনোদন জগত। এবার এক অভিনেত্রীর বিরুদ্ধে সেক্স র‍্যাকেট পরিচালনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অভিনেত্রী দাবি করেছেন যে তাঁকে একটি চলচ্চিত্র অডিশনের জন্য চেন্নাইতে নিয়ে যাওয়া হয়েছিল এবং অন্য এক উদ্দেশ্যে বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে পরিচয় করানো হয়েছিল। অভিযোগকারী মহিলা একটি ভিডিওতে বলেছেন, অভিনেত্রী যখন তাঁকে চেন্নাই নিয়ে যান তখন তিনি নাবালিকা ছিলেন। অভিনেত্রী সেক্স র‌্যাকেটর সঙ্গে জড়িত। যদিও মহিলা অভিনেত্রী এই দাবী দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। একটি মামলা দায়ের হয়েছে, বিষয়টি তদন্ত চলছে। ইতিমধ্যে মালায়ালাম বিনোদন জগতের বেশ কয়েকজনের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

error: Content is protected !!