দশ বছর পর অবশেষে শাপমোচন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। অধিনায়ক গৌতম গম্ভীরের হাত ধরে শেষবার আইপিএল জিতেছিল কেকেআর, এবার সেই গম্ভীরকে মেন্টর করে চ্যাম্পিয়ন হয় কলকাতার দল। এই নিয়ে নাইটরা তিন বার আইপিএল জিতল। তবে ট্রফি জয়ের পর আর কলকাতায় ফেরা হয়নি নাইট রাইডার্সের। তিলোত্তমার বুকে হয়নি সেলিব্রেশনও। এবার সেই শিরোপা জয়ের উদযাপন হতে চলেছে প্রায় মাস দুয়েক পর। কলকাতা নাইট রাইডার্স ২৩ জুলাই ইডেন গার্ডেন্সে তাদের ২০২৪ সালের আইপিএল বিজয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, শাহরুখ খান এবং গৌতম গম্ভীর এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আসলে আইপিএলের পরেই ছিল টি২০ বিশ্বকাপ। আর কেকেআরের একাধিক প্লেয়ারই আইপিএলের পাট চুকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরছিলেন। যে কারণে মুলতুবি হয়ে গিয়েছিল কলকাতার বুকে শিরোপা জয়ের সেলিব্রেশন। বিশ্বকাপে ভারতের রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং-কে আমেরিকায় উড়ে যেতে হয়েছিল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মিচেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের তড়িঘড়ি ফিরতে হয়েছিল জাতীয় দলের দায়িত্ব পালন করার জন্য। যার পর ঠিক হয়, ভাঙাচোরা টিম নিয়ে ইডেনে ফিরে উৎসব করতে যাওয়ার অর্থ হয় না। আর সেই সময়ে পুরো ক্রিকেট বিশ্বই টি২০ বিশ্বকাপ নিয়ে একেবারে মজে গিয়েছিল। সব মিলিয়েই বাতিল হয়েছিল কলকাতায় আইপিএল ট্রফি জয়ের সেলিব্রেশন অধ্যায়। তবে ২০১২ এবং ২০১৪ সালে কেকেআর-এর প্রথম দুই আইপিএল ট্রফি জয়ের পর কিন্তু কলকাতায় ফিরে উৎসবে মেতেছিল পুরো দল। সঙ্গে আবেগে ভেসেছিল তিলোত্তমা। শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বছর যাবতীয় সেলিব্রেশন শিকেয় তোলা হয়েছিল। কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলছিলেন, ‘সমর্থকদের কাছে ফিরে যেতে কোন টিম না চায়? আমাদেরও তো ইচ্ছে ছিল যে, ট্রফি নিয়ে ইডেন ফিরব। কিন্তু হল না। কী আর করা যাবে?’ তবে সেই সেলিব্রেশন ২৩ জুলাই হবে বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ইতিমধ্যে গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে। শাহরুখও থাকবেন।
Related Posts
মুখ্যমন্ত্রীর বাড়িতে যীশুর ‘বেঙ্গল টাইগার্স’
যীশু সেনগুপ্তের নেতৃত্বে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’-এ প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ‘বেঙ্গল টাইগার্স’। মূলত বাংলার সেলিব্রিটিদের নিয়ে তৈরি হয় এই ক্রিকেট দল। দলের প্রত্যেককে আজ শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বাংলা দলের সব সদস্য উপস্থিত ছিলেন এদিন। পরেরবার সেলিব্রিটি লিগ ইডেনে করার জন্য যীশু সেনগুপ্তকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বেঙ্গল টাইগার-এর খেলার জন্য […]
অলিম্পিক্সে বাতিল বিনেশ ফোগাট, ষড়যন্ত্র দেখছেন বিরোধীরা! সান্ত্বনা জানিয়ে পোস্ট মোদির
অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে বিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে দিল্লিতে উত্তাল হয়ে উঠল সংসদ। বিরোধীরা অভিযোগ করলেন, বিনেশের এমন আচমকা ফাইনাল থেকে বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে নিশ্চিত ভাবেই কোনও ষড়যন্ত্র রয়েছে। এমনকি, তাতে ভারত সরকারেরও হাত থাকতে পারে। যদিও বিনেশের ওই খবর প্রকাশ্যে আসার পরই এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে […]
আইপিএলে প্রথম জয় পেল হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স
অবশেষে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে প্রথম জয় পেলেন হার্দিক পাণ্ড্যেরা। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারালেন তাঁরা। প্রথমে ব্যাট করে ব্যাটারদের দাপটে ২৩৪ রান করে মুম্বই। সেই রান তাড়া করতে পারেননি ঋষভ পন্থেরা। কলকাতার পরে এ বার মুম্বইয়ের কাছেও হেরে চাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক পন্থ। কিন্তু তাঁর আশানুরূপ […]