কলকাতার বুকে বিক্রি হওয়া খাবার তা কতটা সুরক্ষিত? সাধারণ মানুষের কথা ভেবেই অভিযান চালায় কলকাতা পুরসভা। জানা গিয়েছে, এই অভিযানেই পার্ক সার্কাসের এক নামী রেস্তরাঁর বিরিয়ানিতে বিষাক্ত রঞ্জক ‘মেটানিল ইয়েলো’ পাওয়া গিয়েছে। এরপরেই কড়া পদক্ষেপ করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। রেস্তরাঁটিকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শহর কলকাতায় বিক্রি হওয়া খাদ্যদ্রব্যের গুণমান যাচাই করার জন্য নিয়মিত কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে অভিযান চালানো হয়। সম্প্রতি পার্ক সার্কাসের একটি রেস্তরাঁতে অভিযান চালানো হয়েছিল। সেখান থেকেই বিরিয়ানির নমুনা সংগ্রহ করে পুরল্যাবে পরীক্ষা করা হয়। সেখানেই জানা যায়, ওই বিরিয়ানিতে হলুদ রঙের একটি অস্বাস্থ্যকর কেমিক্যাল মেশানো হচ্ছে যার নাম মেটানিল ইয়েলো। পুরসভার স্বাস্থ্য দফতরের কর্তাদের কথায়, এই বিষাক্ত রঞ্জক শরীরে গেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি শরীরের আরও ক্ষতি করে। এরপরেই রেস্তরাঁটিকে মোটা টাকার জরিমানা করা হয়। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক তরুণ সাপুই বলেন, ‘পার্ক সার্কাসের একটি রেস্তরাঁতে কলকাতা পুরসভা অভিযান চালিয়েছিল। সেখানে বিরিয়ানিতে ‘মেটানিল ইয়েলো’নামের একটি ক্ষতিকারকহলুদ রঙের রঞ্জক পাওয়া গিয়েছে। এটি বিষাক্ত। রেস্তরাঁটির বিরিয়ানির নমুনা নিয়ে এসেছিল পুরসভা। রেস্তরাঁকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’ কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা টিম নিয়মিত অভিযান চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি। শুধু পার্ক সার্কাস নয়, পার্ক স্ট্রিটেরও আরও এক নামী রেস্তরাঁর খাবারেও ভেজাল পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তাঁদের থেকেও মোটা টাকা জরিমানা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বালিগঞ্জ ফাঁড়ির একটি রেস্তরাঁতে অভিযান চালায় কলকাতা পুরসভা। সেখানও খাবারে ভেজাল পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে খবর, এই ধরনের ঘটনায় ৩ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
Related Posts
শীঘ্রই শিয়ালদার ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে, জানাল রেল
শুক্রবার থেকেই শিয়ালদার ১ থাকে ৫ নম্বর প্ল্যাটফম বন্ধ। যার জেরে এক প্রকার আংশিক বন্ধ আছে রেল পরিষেবা। শিয়ালদা উত্তর এবং মেন শাখায় এখনও স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। রবিবার এমনিতেই কম সংখ্যক ট্রেন চলাচল করে। তার মধ্যেও আজ বাতিল কিছু ট্রেন। কয়েকটি রুটে ট্রেন এক ঘণ্টা দেরিতে চলছে। এর জেরেই সকাল থেকে বিক্ষোভ দেখান যাত্রীরা। […]
‘মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি’, অবস্থান মঞ্চে ফিরে ঘোষণা জুনিয়ার ডাক্তারদের
বিক্ষোভস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধি বলেন, “আন্দোলনকারীদের কাছে নতস্বীকার করল রাজ্য সরকার। ৩৮ দিন পর আমাদের জয়। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স সকলের। সবাই মিলে পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না। আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।” তিনি আরও বলেন, “আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা ধরনা বিক্ষোভ নিয়ে কোনও […]
সাতসকালে ডঃ সন্দীপ ঘোষের বাড়িতে এবার ইডির তল্লাশি
সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই । অপরাধ আর্থিক দুর্নীতি হলে অবধারিতভাবে আসরে নামার কথা ইডি-র। শুক্রবার সকালেই আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল তারা। একই সঙ্গে হাওড়ায় কৌশিক কোলে এবং বিপ্লব সিংয়ের বাড়িতেও হাজির হয়েছেন ইডির আধিকারিকরা। এদিন সকালে প্রথমে সন্দীপের বাড়ি গিয়ে ফিরে যান ইডির আধিকারিকরা। কারণ বাড়ির […]