সন্ধান চাই! আরজি কর হাসাপাতালে ভাঙচুর কাণ্ডের পর ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ!

মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যা ঘিরে যে রাতে কলকাতার রাত দখলে নেমেছিলেন মহিলারা, সেই মধ্যরাতেই কলকাতায় আর জি কর হাসাপাতালে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। বাংলা জুড়ে প্রশ্ন কারা এরা? হাসপাতালের ইমার্জেন্সিতে কার্যত তাণ্ডব চালিয়েছে এরা। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ ফেসবুকে পোস্টে বেশ কিছু ছবি তুলে ধরেছে।  কলকাতা পুলিশের আপলোড করা ফেসবুক পোস্টের ছবিতে একাধিক জনকে দেখা যাচ্ছে। তাঁদের মুখে গোল লাল দাগ করা রয়েছে ছবিতে। পুলিশ এই পোস্টে সাফ লিখছে, ‘সন্ধান চাই’।  প্রশ্ন এও উঠছে যে, এঁরাই কি তাহলে মধ্যরাতের আরজি কর-এ হামলা চালিয়েছেন? যদিও পুলিশের ওই ফেসবুক পোস্টটিতে আর জি কর প্রসঙ্গ নিয়ে একটিও শব্দ নেই। তার জায়গায়, সাফ জানানো হয়েছে, এঁদের সন্ধান কেউ জানলে, যাতা পুলিশকে জানানো হয়। 

error: Content is protected !!