এবার আরজি কর কাণ্ডে ‘তথ্য প্রমাণ’ নিয়ে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ। নিজেরই একটি মামলার পরিপ্রেক্ষিতে হাজিরা দিতে আজ সিজিও-তে গিয়েছিলেন কুণাল। সেখানে তিনি সিবিআই দফতরে যান হাতে এক ফাইল নিয়ে। তৃণমূল নেতা জানান, তাঁর হাতে আরজি করের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারা কিছু নথি তুলে দিয়েছেন। সেই নথি এবং তথ্যপ্রমাণই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তুলে দিতে এসেছেন তিনি। সোমবার সকালে তিনি সাংবাদিকদের কাছে বলেন, “জুনিয়র ডাক্তারদের কাছে থেকে পাওয়া কিছু নথি আমি সিবিআই-এর কাছে জমা দিতে এসেছি ৷” এই নথি কোনও দুর্নীতি সংক্রান্ত কি না, সেই প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি ৷ এদিন তিনি দাবি করেন,কয়েকজন জুনিয়র ডাক্তার তাঁর কাছে কিছু নথি দিয়েছেন ৷ সেই নথি তিনি সিবিআই-এর হাতে তুলে দিতে এসেছেন ৷ তিনি নথির সত্যাসত্য বিচার করেননি ৷ সিবিআই-এর তদন্তকারীরা যদি মনে করেন এই নথি তাঁদের তদন্তে কাজে লাগবে, তাহলে তাঁরা সেগুলি নিজেদের কাছে রাখতে পারেন ৷ প্রথমে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “আমি নিজস্ব দরকারে এসেছি ৷ আমি কলকাতার বাইরে গেলে সেটা জানাতে হয় ৷ সেই কারণে এসেছি ৷ পাশাপাশি আরজি করের কয়েকজন জুনিয়র ডাক্তার, প্রাক্তনী, কয়েকদিন আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ কিছু বিষয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন ৷ আমার কাছে আসার কারণ হিসেবে বলেছিলেন, আপনি কর্মপ্রার্থীদের আন্দোলনে সময় দিয়েছিলেন তাই আপনার কাছে এসেছি ৷” কুণাল জানান আরজি কর হাসপাতালের প্রতি তা দুর্বলতা আছে। কারণ তাঁর বাবা-মা দু’জনেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্র-ছাত্রী ছিলেন ৷ তিনি এও বলেন, ‘আমার জন্ম আরজি কর হাসপাতালে ৷ আমার ঠাকুরদার চেম্বার এবং ওষুধের দোকান আরজি করের গায়েই ছিল ৷ পরে তা উঠে যায় ৷ তাই আমার একটা দুর্বলতা আছে’ ৷
Related Posts
আরজি কর কাণ্ডে তদন্তে সিবিআইকে পথ দেখাচ্ছে কলকাতা পুলিশ, হাতে তুলে দিয়েছে ৫৩ ‘প্রমাণ’, এর মধ্যে ৯টি সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ আছে সঞ্জয়ের!
আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের বাজেয়াপ্ত করা ৫৩টি সামগ্রী সিবিআই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। রিপোর্ট অনুযায়ী, ওই ৫৩টি সামগ্রীর মধ্যে ন’টির সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ আছে ধৃত সঞ্জয় রায়ের। যেগুলি প্রমাণ হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, অপরাধের […]
ভোট পরবর্তী হিংসা রুখতে ফলপ্রকাশের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে আরও ১৫ দিন, জানিয়ে দিল নির্বাচন কমিশন
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা আরও বৃদ্ধি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার ফলপ্রকাশের রাজ্যে আরও ১৫ দিন বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে কমিশন জানিয়েছিল, আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। ভোট পরবর্তী হিংসা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। রবিবার ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা […]
আন্দোলনের অভিমুখ বদল, অবস্থান বিক্ষোভে ইতি টেনে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর পর্যন্ত মিছিল জুনিয়র চিকিৎসকদের
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তখন তাঁদের নিশানায় ছিল রাজ্য সরকার। আর ১১ দিন পর, আজ যখন নিজেদের দাবিপূরণের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তাঁদের আক্রমণের তির ঘুরে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে থেকে […]