টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত সিকিম,  লিকুভিরে ধস 

টানা বৃষ্টিতে ফের একবার বিপর্যস্ত সিকিম ৷ লাগাতার বৃষ্টির জেরে ধস নেমে ফের লিকুভিরে বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক ৷ এর ফলে বাংলা ও সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ পাশাপাশি দার্জিলিং ও কালিম্পিংগামী একাধিক রাস্তায় নেমেছে ধস ৷ মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড়জুড়ে ৷ যার জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি সিকিমেও ফের একবার নতুন করে ধসের ঘটনা ঘটেছে ৷ কালিম্পং ও লিকুভিরে ধস নামায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে 10 নম্বর জাতীয় সড়কে ৷ অন্যদিকে, সিকিমের ডেন্টাম ব্লকের কারমাটা এলাকায় লাগাতার বৃষ্টির জেরে দুর্ঘটনার কবল পড়ল একটি গাড়ি ৷ টানা বৃষ্টিতে গাড়িটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে গিয়েছে ৷ এই ঘটনায় গাড়িতে সওয়ার 5 জন আহত হয়েছেন ৷ জানা গিয়েছে, আজ সকালে ওই গাড়িতে 5 জন শিক্ষককে স্থানীয় একটি স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চলছে ৷

error: Content is protected !!