শিয়ালদা স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্মে চলছে রেলের কাজ। যার জেরে ট্রেন চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির অভিযোগ তুলছেন যাত্রীদের একটা বড় অংশ। যাত্রীদের অভিযোগ, বেশকিছুক্ষণ করে দেরিতে চলাচল করছে ট্রেন। এমনকী গ্যালোপিং ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। অনেকেই কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এলেও দাঁড়িয়ে থাকছেন দীর্ঘক্ষণ। আর যে সমস্ত ট্রেন আসছে, সেগুলিতেও থিকথিকে ভিড়। যার জেরে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন যাত্রীরা। সূত্রে খবর, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করায় দমদম বা ক্যান্টনমেন্ট অবধি গিয়ে আবারও সেগুলিকে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ফলে অতিরিক্ত কিছু সময় লাগছে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্টেশনে জমছে যাত্রীদের ভিড়। পাশাপাশি ট্রেনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গরমে নাজেহাল অবস্থা যাত্রীদের। যদিও পূর্ব রেলের তরফ থেকে বিশেষ ঘোষণা করা হচ্ছে স্টেশনগুলিতে। মূলত ১২ বগির ট্রেন চালানোর জন্য কাজ চলছে শিয়ালদার ১-৫ নম্বর প্ল্যাটফর্মে। সেই সংক্রান্ত কাজের জন্যই শিয়ালদা স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, দমদম পর্যন্ত যাতায়াত করছে ৩৭টি। বাকিগুলি শিয়ালদা পর্যন্ত যাতায়াত করছে। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে, বাকিগুলিতে ট্রেন যাতায়াত করছে। আর যে সমস্ত প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলছে, সেখানে ১২ বগির ট্রেন চালান হচ্ছে, যাতে মানুষের দুর্ভোগ কমে। গত রাত বারোটা বাজতেই একেবারে সেনাপতির মুডে কাজ শুরুর নির্দেশ দেন পূর্ব রেলেন জিএম মিলিন্দ কে দেওসকর। আর সেই নির্দেশমতো শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি চলছে ওভারহেডের তার টানা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রাতদিন। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকেই বাতিল সিউড়ি মেমু। শিয়ালদা গামী লালগোলাকে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতা স্টেশনে। শুক্রবার থেকে একটি ছাড়া সব বারাকপুর লোকাল বাতিল। রবিবার পর্যন্ত ১০টি ডানকুনি লোকাল, দুটি বারুইপুর, একটি কাটোয়া, এগারোটি নৈহাটি, ১৪টি রানাঘাট, দুটি কৃষ্ণনগর, ২টি মধ্যমগ্রাম, দুটি দমদম, ৮টি বারাসত, দুটি দত্তপুকুর, ২টি বনগাঁ লোকাল বাতিল। এই তিনদিন কল্যাণী সীমান্ত যাবে কল্যাণী পর্যন্ত। সোমবারও সিউড়ি মেমু বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল।
Related Posts
রাজ্যের নয়া মুখ্যসচিব মনোজ পন্থ
রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। দীর্ঘদিন ধরে তিনি বাংলার অর্থসচিব হিসাবে কাজ করছিলেন। বিপি গোপালিকার জায়গায় শনিবার থেকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিলেন মনোজ পন্থ। চলতি বছরের ৩১ মে মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল বিপি গোপালিকার। তখন তিন মাসের জন্য মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য। সেই মেয়াদ শেষ হতেই আবার মুখ্যসচিব হিসেবে বিপি গোপালিকার মেয়াদ […]
আরজি করকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ
ধর্ষণ-খুন মামলায় গ্রেফতার টালা থানার ওসি, গ্রেফতার করা হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সিবিআইয়ের হাতে গ্রেফতার হন ওসি অভিজিৎ মণ্ডল । এর আগে সন্দীপকে আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল। এবার এই মামলাতেও শ্যোন অ্যারেস্ট করা হল। অন্যদিকে ৯ অগস্টের ঘটনায় পরদিনই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ গ্রেফতার করলেও পরে […]
আরও ২ প্রার্থীর নাম ঘোষণা বামেদের, ৩১ মার্চের মধ্যে বাকি তালিকা প্রকাশ
আগে তিন দফায় ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল রাজ্য বামফ্রন্ট। লোকসভা নির্বাচনে আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। শুক্রবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের বিপ্লবকুমার মৈত্র এবং ঝাড়গ্রাম থেকে সোনামনি টুডু। এই দুই প্রার্থীই নতুন বলে তিনি জানান। একইসঙ্গে তিনি বলেন, আগামী ৩১ মার্চের মধ্যেই বাকি সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা […]