আজ দেশজুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে । এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন চলছে। চতুর্থ দফার ভোটে সকালেই ভোটারদের মধ্যে ভাল সাড়া। সকাল ৯টা পর্যন্ত দেশজুড়ে ১০.৩৫ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে রাজ্যে। বিহারে ১০.১৮ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৫.০৭ শতাংশ, ঝাড়খণ্ড ১১.৭৮ শতাংশ, মধ্য প্রদেশে ১৪.৯৭ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৪৫ শতাংশ, ওড়িশায় ৯.২৩ শতাংশ, তেলঙ্গানায় ৯.৫১ শতাংশ, উত্তর প্রদেশে ১১.৬৭ শতাংশ ভোট পড়েছে।
আজ দেশজুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে
