বাচ্চাদের মার্শাল আর্ট শেখালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বেরিয়ে বাচ্চাদের মার্শাল আর্ট শিখিয়ে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ‘জাতীয় ক্রীড়া দিবস’-এ সেই মার্শাল আর্টেরই ভিডিও-ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল কংগ্রেস। আর তা নিয়ে ফের একবার চর্চায় রাগা। ১৪ জানুয়ারি মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা করেছিলেন রাহুল। দু’মাস ঘুরে সেই যাত্রা শেষ হয়েছিল মুম্বইয়ে। এই যাত্রা চলাকালীন জনসংযোগ বাড়িয়েছেন রাহুল। অনেক মানুষের সংস্পর্শে এসেছেন, তাঁদের অভাব-অভিযোগ শুনেছেন। কিন্তু তাঁর মার্শাল আর্ট টিচারের ভূমিকাটা এতদিন অজানাই ছিল। বৃহস্পতিবার সেটা প্রকাশ্যে আনল কংগ্রেস। সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন সনিয়া-পুত্রও। জুজুৎসু, আকিডোর মতো মার্শাল আর্টে রাহুলের দক্ষতা রয়েছে। নিজেই এ দিন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন হাজার হাজার কিলোমিটার হেঁটেছি আমরা। যাত্রা শেষে প্রতিদিন সন্ধেবেলা আমাদের ক্যাম্পে জুজুৎসুর আসর বসাতাম। সারাদিন পরিশ্রমের পর শরীর ফিট রাখার জন্য যে মার্শাল আর্ট প্র্যাক্টিসের শুরু, সেটাই ধীরে ধীরে কমিউনিটি অ্যাক্টিভিটি হয়ে গিয়েছিল। আমাদের সঙ্গে পা মেলানো যাত্রীরা, ওই শহরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসে এই ক্যাম্পে যোগ দিতে শুরু করে। এই অভিজ্ঞতা সত্যিই ভোলা যাবে না।’ লোকসভার বিরোধী দলনেতার দাবি, নবীন প্রজন্মকে আত্মরক্ষার এই অহিংস টেকনিকের সঙ্গে পরিচিত করাতে চেয়েছিলেন তিনি। সেটাই সংবেদনশীল এবং নিরাপদ সমাজ গড়ার একমাত্র উপায়।

error: Content is protected !!