আরজি কর কাণ্ডে প্রতিবাদে উত্তাল গোটা রাজ্যে। ‘সোমবারের মধ্যে পদত্যাগ করুন, না হলে মঙ্গলবার গুলি চললে, তার দায় মমতাকে নিতে হবে’, বললেন শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ‘পুলিশমন্ত্রী ব্যর্থ। লাজলজ্জা নেই’। আজ, বুধবার থেকে পাঁচ দিন শ্যামবাজারে ধরনা কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়াশিবির। ধরনামঞ্চে তো ছিলেনই, এদিন খোলা হাওয়ার ব্য়ানারে একটি মিছিলেও অংশ নেন শুভেন্দু। ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, “সোমবারের মধ্যে পদত্যাগ করুন। নইলে মঙ্গলবার গুলি চললে, তার দায় মমতাকে নিতে হবে।” আর জি কর নিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপি-র তরফে মমতাকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ২৭ অগাস্ট বিজেপি-র ছাত্র সংগঠন ABVP নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ওই দিন মমতাকে নবান্ন ছেড়ে, বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাতে হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের।সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে CISF. পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এসে পৌঁছেছেন CISF-এর ডিআইজি। হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে CISF. হাসপাতালের কোন জায়গায় কত জওয়ান মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, রূপরেখা ঠিক করতে কথা বলেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখেন জরুরি বিভাগ। ১৪ অগাস্ট রাতে ভাঙচুর করা হয় এই জরুরি বিভাগেই। এ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, “এটা রাজ্যে ৩৫৫ ধারা জারি হওয়ারই সমান। পুলিশমন্ত্রী ফেল। লাজ-লজ্জা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত। নইলে বাংলার ভয়ংকর হবে। এটা আমরা নয়, বাংলার মানুষ বলছে’। ‘কীসের পদত্যাগ’? বিরোধীদের পাল্টা নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, ‘আমি শুভেন্দুবাবুকে বলব, উন্নাও, হাথরস, প্রয়াগরাজ যোগী আদিত্য়নাথ ইস্তফা দিয়েছিলেন? প্ররোচনা দেওয়া হচ্ছে। যাতে সরকার…বিজেপি বামেরা এলোমেলো করে দে মা, লুঠে পুটে খাই! খারাপ ঘটনা ঘটেছে, তদন্ত করছে সিবিআই। ১ গ্রেফতার হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে। সুপ্রিমকোর্ট দেখছে বিষয়টা বলেছেন গোটা দেশের বিষয়। সেখানে গুলি চলবে? প্ররোচনা দিচ্ছেন আপনারা। আপনারা চাইছে, এটাকে কেন্দ্র করে এমন নৈরাজ্য তৈরি করতে’। এর আগে, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেদিনও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন শুভেন্দু। বলেছিলেন, ‘গোটা পশ্চিমবঙ্গের লোককে বলব, পতাকা-টতাকা মারুন গুলি। একটাই দাবি নিয়ে নবান্নে চলুন। কেউ আসুক না আসুক, নাগরিক হিসেবে আমি আসব। দেশের নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা আহ্বান করুন, সবাই রাস্তায় নেমে। নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন শেষবার। ওইদিন বিকেলেবেলা ইস্তফা দিন রাজ্যপালের কাছে। সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা বন্দ্যোপাধ্যায়’।
Related Posts
রাজ্যপালকে ২১টি বিশবিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ সুপ্রিমকোর্টের
জ্যপালকে ২১ টি বিশবিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যেই তাঁর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে। দ্রুত ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালকে পুরোনো নির্দেশ মেনেই।এমনটাই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যের সুপারিশ দেওয়া নাম থেকেই রাজ্যকে উপাচার্য নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপালকে। দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। […]
কসবার অ্যাক্রোপলিস মলে আগুন
শুক্রবার দুপুরে কসবার অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের চার তলায় যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে […]
রাজ্যের নয়া কারামন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা
অখিল গিরিকে ইস্তফা দিতে হয়েছিল কারামন্ত্রীর পদ থেকে। এখন সেই পদের দায়িত্বে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে এবার থেকে কারা দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। আজ, বুধবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। সুতরাং বীরভূমের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের উপর রাখলেন না আস্থা। অখিল গিরির […]