Maharashtra: ঘুরতে নিয়ে যাননি স্বামী, রাগে গিয়ে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, আত্মঘাতী যুবতী

 কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন স্বামী। ফিরেছিলেন সপ্তাহের শেষে। তাও স্ত্রীকে না নিয়ে, বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। অশান্তির সূত্রপাত সেখানেই। স্বামী-স্ত্রীর অশান্তির জেরে প্রাণ হারাল শিশুকন্যাও। বছর ২৩-এর যুবতী শ্বাসরোধ করে খুন করেছেন ৪ বছরের মেয়েকে। আত্মঘাতী নিজেও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার সিঁসেয়। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, যুবতীর স্বামী পেশায় একজন মৎসজীবী। কাজের সূত্রে পরিবার থেকে দূরেই থাকেন তিনি। সপ্তাহের শেষে ঘরে ফিরেছিলেন এবং রবিবার বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। অশান্তির শুরু সেখানেই। স্ত্রী চেয়েছিল স্বামী বাইরে নিয়ে যান তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’ জনের মধ্যে বাকবিতণ্ডা হয় বিস্তর। পুলিশ জানিয়েছে, ওই অশান্তির জেরে সোমবার যুবতী প্রথমে তাঁর ৪ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুন করে, পরে নিজে আত্মঘাতী হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে খবর দেন পুলিশে। ঘটনার খবর পেয়েই পুলিশ যান ঘটনাস্থলে। দেহ দুটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

error: Content is protected !!