কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন স্বামী। ফিরেছিলেন সপ্তাহের শেষে। তাও স্ত্রীকে না নিয়ে, বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। অশান্তির সূত্রপাত সেখানেই। স্বামী-স্ত্রীর অশান্তির জেরে প্রাণ হারাল শিশুকন্যাও। বছর ২৩-এর যুবতী শ্বাসরোধ করে খুন করেছেন ৪ বছরের মেয়েকে। আত্মঘাতী নিজেও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার সিঁসেয়। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, যুবতীর স্বামী পেশায় একজন মৎসজীবী। কাজের সূত্রে পরিবার থেকে দূরেই থাকেন তিনি। সপ্তাহের শেষে ঘরে ফিরেছিলেন এবং রবিবার বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। অশান্তির শুরু সেখানেই। স্ত্রী চেয়েছিল স্বামী বাইরে নিয়ে যান তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’ জনের মধ্যে বাকবিতণ্ডা হয় বিস্তর। পুলিশ জানিয়েছে, ওই অশান্তির জেরে সোমবার যুবতী প্রথমে তাঁর ৪ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুন করে, পরে নিজে আত্মঘাতী হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে খবর দেন পুলিশে। ঘটনার খবর পেয়েই পুলিশ যান ঘটনাস্থলে। দেহ দুটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Related Posts
কর্ণাটকে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৩ তীর্থযাত্রী
পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলায় ব্যাডগি তালুকের গুন্দেনাহাল্লি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । এদিন একটি টেম্পো ট্রাভেলার (টিটি) গাড়ি গুন্দেনাহাল্লি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ৷ ঘটনায় দুই শিশু-সহ 13 জনের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, নিহতরা শিবমোগা জেলার ভদ্রাবতী […]
জম্মু-কাশ্মীরে ১৫০ ফুট গভীর খাদে তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত ১৫, আহত ১৫
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। মৃত কমপক্ষে ১৫ জন। আহত আরও ১৫। শুরু হয়েছে উদ্ধারকাজ। আখনুর এলাকায় হাইওয়েতে টান্ডা মোরের কাছে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় প্রশাসনের কর্মীরা। সূত্রে খবর, উত্তরপ্রদেশের হাথরস থেকে আসছিল বাসটি। […]
উত্তরপ্রদেশের লখনউয়ে জুনিয়র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ, পলাতক অভিযুক্ত সিনিয়র ছাত্র
জুনিয়র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে হাত, পা-বেঁধে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ওই সিনিয়র ছাত্র ৷ ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রীকে তারপর অর্ধনগ্ন অবস্থায় গাড়ি থেকে রাস্তায় ফেলে দেয় অভিযুক্ত ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের ৷ শনিবার সিকান্দ্রা এলাকার রাস্তায় ওই ছাত্রীকে জোর করে তোলা হয় ৷ এরপর তাঁকে হাত ধরে টেনে জোর করে গাড়িতে […]