অসমে গান্ধী মূর্তি অপসারণের ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। অসমের ডুমডুমা শহরে মহাত্মা গান্ধীর ৫.৫ ফুট মূর্তিটি রাতারাতি সরিয়ে ফেলা হয়। প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দা। বিষয়টি নিয়ে গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন, এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি এই ধরনের পদক্ষেপ সম্পর্কে অবগত ছিলেন না, বিষয়টি তিনি যাচাই করে দেখবেন৷ ডুমডোমার বিধায়ক রূপেশ গোওয়ালা স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন যে একই জায়গায় মহাত্মা গান্ধীর একটি নতুন এবং আরও লম্বা মূর্তি স্থাপন করা হবে।
Related Posts
মুম্বইয়ে হিট অ্যান্ড রানের বলি এক, গুরুতর আহত আরও এক
মুম্বইয়ে হিট অ্যান্ড রানের বলি এক। গুরুতর আহত এক জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুম্বইয়ের ভরসোভা এলাকায়। সমুদ্র সৈকত এলাকায় বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি এসইউভি। জানা গেছে রিকশাচালক গণেশ যাদব সমুদ্রের ধারের ফুটপাথে ঘুমোচ্ছিলেন। বাবলু শ্রীবাস্তব পাশের একটি ঝুপড়ি থেকে সেখানে এসে শুয়েছিলেন। আচমকাই তাঁদের ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি এসইউভি। নিয়ন্ত্রণ […]
মুম্বইয়ে ভিড় রাস্তায় প্রেমিকাকে স্প্যানার দিয়ে পিটিয়ে খুন করল যুবক
মঙ্গলবার সকালে এক যুবতীকে তাঁর প্রেমিক নির্মমভাবে হত্যা করে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে প্রকাশ্য় রাস্তার মাঝখানে। ২৯ বছরের আততায়ী ভিকটিমের মাথা এবং বুকে ক্রমাগত আঘাত করে গিয়েছে। জানা গিয়েছে, হামলার পিছনে উদ্দেশ্য ছিল দুই বছরের সম্পর্কের পর সাম্প্রতিক ব্রেকআপ।সাংঘাতিক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় […]
RG KAR: ‘সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে নির্যাতিতার নাম এবং ছবি সরিয়ে ফেলুন’, কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের
নির্যাতিতার নাম যাতে প্রকাশ করা না হয় প্রথম থেকেই এব্যপারে সতর্ক করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এবার সমস্ত সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে জানিয়েছে যাতে মৃত চিকিৎসকের ছবি নাম সহ অন্যান্য বিস্তারিত বিবরণ যেন পেশ করা না হয়। ওই চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা, বিচারপতি […]