অসমে রাতারাতি সরিয়ে ফেলা হল গান্ধীমূর্তি

অসমে গান্ধী মূর্তি অপসারণের ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। অসমের ডুমডুমা শহরে মহাত্মা গান্ধীর ৫.৫ ফুট মূর্তিটি রাতারাতি সরিয়ে ফেলা হয়। প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দা। বিষয়টি নিয়ে গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন, এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি এই ধরনের পদক্ষেপ সম্পর্কে অবগত ছিলেন না, বিষয়টি তিনি যাচাই করে দেখবেন৷ ডুমডোমার বিধায়ক রূপেশ গোওয়ালা স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন যে একই জায়গায় মহাত্মা গান্ধীর একটি নতুন এবং আরও লম্বা মূর্তি স্থাপন করা হবে।

error: Content is protected !!