মুম্বইয়ের বান্দ্রায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মঘাতী’ বলিউড অভিনেত্রী মালাইকার বাবা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা বুধবার সকালে আত্মঘাতী হয়েছেন বলে খবর। মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে ঝাঁপ দেন অনিল অরোরা বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ টিম। তবে পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। মনে করা হচ্ছে, মালাইকার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ২০২২ সালে, মালাইকা একটি সাক্ষাৎকারে তাঁর ‘আশ্চর্যজনক’ শৈশব সম্পর্কেই নয়। বরং, তাঁর জীবনের শুরুর দিনগুলোতে কী ভাবে তিনি কঠিন সময়ের সম্মুখীন হয়েছিলেন সে সম্পর্কেও মুখ খুলেছিলেন। তিনি একথাও বলেছিলেন মাত্র ১১ বছর বয়সে তাঁর বাবা-মা অনিল অরোরা এবং জয়েস পলিকার্পের বিবাহ বিচ্ছেদ হয়েছিল।মালাইকার বোন অমৃতার বয়স তখন ছয় বছর ছিল। তাঁদের মায়ের সঙ্গে থানে থেকে চেম্বুরে চলে আসেন এবং বিবাহ বিচ্ছেদের পরে তিনি বড় হন। গ্রাজিয়া ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার শৈশব খুব অন্যরকমভাবে কেটেছে। খুব সহজ ছিল না এই সময়টা। আমি এই বিষয়টা বর্ণনা করতে যে শব্দের ব্যবহার প্রয়োজন, সেটাও করে উঠতে পারছি না। কিন্তু, কঠিন সময়গুলো আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়।’ অভিনেত্রী মালাইকা এও বলেন,’আমার বাবা-মায়ের বিচ্ছেদ আমাকে নতুন শিক্ষা দিয়েছে। স্বাধীনভাবে বাঁচার জন্য যা যা প্রয়োজন, প্রতিদিন সকালে উঠে বেঁচে থাকার মূল্য শিখেছি। সেই প্রাথমিক পাঠগুলোই আমার জীবন এবং পেশাগত যাত্রার ভিত্তি। আমি এখনও মনে-প্রাণে ভীষণভাবে স্বাধীন। আমি আমার স্বাধীনতাকে মূল্য দিই এবং আমার নিজের শর্তে জীবনযাপন করি।’

error: Content is protected !!