রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সরকারের তরফে আর্থিক অনুদান বাড়ানো হচ্ছে। এবারের পুজোতে রাজ্যের পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটি, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই বৈঠক থেকেই তিনি ঘোষণা করেন, এবার পুজোয় রাজ্যের পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। গত বছর এই আর্থিক সাহায্যের সংখ্যাটা ছিল ৭০ হাজার। এদিন তিনি আরও জানিয়ে দেন, আগামী বছর এই আর্থিক সাহায্যের পরিমাণ আরও ১৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে। প্রতি বছরই রাজ্য সরকারের তরফে দুর্গা পুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য করা হয়। প্রথমদিকে, ২৫ হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হতো। বাজার দরের কথা মাথায় রেখে প্রতি বছর আর্থিক অনুদানের পরিমাণ কিছুটা বাড়ানো হয়। এবারেও অন্যথা হল না। পুজো কমিটিগুলোর চাহিদার কথা মাথায় রেখে এবারও ১৫ হাজার টাকা আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হল। আর্থিক অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘অনেক কষ্টের মধ্যেও আমরা কখনও উৎসবকে ভুলতে পারি না।…এবার যদি সব করে দিই, আসছে বছর কী হবে? সেইজন্য এবার ৭০ হাজার থেকে অনুদান বাড়িয়ে ৮৫ হাজার করে দেওয়া হচ্ছে। আশা করি, এতে আপনাদের চলবে! গরিব সরকার এর থেকে আর বেশি কী করতে পারে!’ পুজোয় সরকারি আর্থিক অনুদানের পাশাপাশি অগ্নি নির্বাপক ব্যবস্থার খরচা মুকুব করা হয়েছে। এছাড়া বিদ্যুতের ক্ষেত্রে গতবার ৬৬ শতাংশ ছাড় ছিল, এবার সেটা বাড়িয়ে ৭৫ শতাংশ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলোকে রাজ্য পুলিশ, দমকল বিভাগ, বিদ্যুৎ দফতরের সঙ্গে সমন্বয় বজায় রেখে পুজোর আয়োজন করার ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন পুজো কমিটিগুলি কী থিম করছে, সেটা পুলিশের সঙ্গে শেয়ার করার কথা বলা হয়েছে। যাতে চমকদার কোনও থিম করতে গিয়ে পরবর্তীকালে ভিড় নিয়ন্ত্রণে না অসুবিধা হয়, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।
Related Posts
ঘূর্ণিঝড় রিমলের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল
ঘূর্ণিঝড় রিমলের জেরে রবিবার রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে৷ প্রবল ঝড় এবং বৃষ্টির জেরে সোমবার সকালেও দুর্ভোগ অব্যাহত৷ বিভিন্ন জায়গায় রেল লাইনের উপরে গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুৎবাহী তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ রয়েছে ট্রেন চলাচল৷ ট্রেন বন্ধ রয়েছে শিয়ালদহ-হাসনাবাদ শাখাতেও৷ পূর্ব রেল কর্তৃপক্ষ […]
সোশ্যাল মিডিয়ায় ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
আরজি করে ধর্ষিত ও খুন হওয়া চিকিৎসকের ছবি এবং তথ্য প্রচার করা যাবে না, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। চিকিৎসক খুনের ঘটনায় এমনিতেই উত্তাল বাংলা। রাজ্য ছাড়িয়ে বিক্ষোভের আঁচ এখন দেশ জুড়ে। বিদেশ থেকেও প্রতিবাদ-মিছিল দেখা গিয়েছে প্রবাসীদের। তবে, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে মৃত চিকিৎসক তরুণীর একের পর এক ছবি। এমনকী প্রকাশ্যে এসেছে […]
রাজভবনের অন্দর নয়, নর্থ গেটের সামনের সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে অভিযোগকারিণীর মুখ!
সিসিটিভি ফুটেজ প্রকাশের নামে কার্যত প্রহসন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযোগ উঠেছিল, রাজভবনের কনফারেন্স রুমে শ্লীলতাহানি করা হয়েছে ভবনের অস্থায়ী মহিলা কর্মীর। সেই অভিযোগ খতিয়ে দেখতে ফুটেজ চেয়েছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। কিন্তু পুলিশের সেই আবেদন নাকচ করে দিয়ে একেবারে জনসমক্ষে সেই সিসিটিভি প্রকাশ করলেন রাজ্যপাল। কিন্তু অন্দরমহল নয়, রাজভবনের মেন গেটের […]