বিধানসভা ভোটের পর এবার লোকসভা ভোট। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক জিতলেও তাঁকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের সবুজ ঝড় এবং দেশজুড়ে বিজেপির অপ্রতিরোধ্য বিজয়রথে ‘লাগাম’ পরাতে পেরেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কাঁথিতে বিজেপি অবজারভার সার্টিফিকেট দিচ্ছে না। কাঁথিতে বিজেপি অবজারভার সার্টিফিকেট দিচ্ছে না। বাংলার মানুষকে অভিনন্দন জানাব। জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করেন, দরকার হলে আবার পুনর্গণনা হবে। তমলুকে যা করেছে, vvpat-এ পুনর্গণনা হলে ওটাও প্রমাণ হয়ে যাবে। কাঁথিতে জিতে যাওয়ার পরও অবজারভার কিছু পলিটিক্স করছে।” বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয়, এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১২টিতে। এদিকে, গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, অন্যান্যরা এগিয়ে ১৭ আসনে। অর্থাৎ বিভিন্ন বুথফেরত সমীক্ষায় করা বাংলার ফলাফলের ভবিষ্যদ্বাণী যে মিলছে না, সে ব্যাপারে আর তেমন সন্দেহ নেই। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে বিশেষ বৈঠক। মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয় বলে খবর। মমতার কথায়, ”অবজারভারকে কাজে লাগিয়ে যে কাজ করছে, তাঁর বদলা আমরা নেব রাজনীতিক ভাবে। আমি খুশি মোদিজি সিঙ্গল মেজরিটি পাইনি। ওঁর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। যারা ওদের সঙ্গে গেছে, ওদের অত্যাচার কত চলবে, আমি জানি না। ইচ্ছা মতো পার্লামেন্টে আইন পাশ হবে না। অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে সার্টিফিকেট দিচ্ছে না।”
Related Posts
মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা
নবমীর মিছিলে দুষ্কৃতীদের হামলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শক্তিপুর থানার একাধিক এলাকা।স্থানীয় সূত্রে খবর, বুধবার শক্তিপুর রামনবমী উৎসব উদযাপন কমিটির তরফ থেকে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি যখন শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছাকাছি পৌঁছায় সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎই মিছিলে অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, […]
ফের অগ্নিগর্ভ নন্দীগ্রাম, দলীয় সমর্থকের মৃত্যুতে জনসভা থেকে ‘বদলা’র হুঁশিয়ারি শুভেন্দুর
ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম। গভীর রাতে রক্ত ঝরেছে সোনাচূড়ায়। প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম। দোকানে-বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে। রাস্তায় গাছের গুড়ি ফেলে চলছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যেই কাঁথির জনসভা থেকে বদলার হুঁশিয়ারি দিলেন বিরোধী […]
রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন
ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র পাচার করতে গিয়ে রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার হল আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের নাম- আহাদ আলী মল্লিক এবং ইয়াকুব শেখ। ধৃত দুই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে […]