রুপো জয়ের শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ ফোগট ৷ দেশের পালোয়ানের গলায় মেডেল ঝোলাতে যথাসাধ্য চেষ্টা করছে সরকারও ৷ তারমধ্যেই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেলেন ভিনেশ ফোগট ৷ ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চে থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পিভি নরসিমা রাওয়ের সরকারে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এদিন বলেন, ‘‘যে মেয়েটি সোনা আনতে পারত । কী কারণে, কেন, কীভাবে তাঁকে বঞ্চিত করা হল সেটা দেশবাসী জানবে আগামিদিনে ।’’ ভিনেশের বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই সংসদে মুখ খুলেছেন তৃণমূল সাংসদরা ৷ সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছেন ৷ এবার এই ঘটনায় মুখ খুললেন দলের সুপ্রিমোও ৷প্যারিস অলিম্পিকে ওজন বেশি হওয়ার কারণে বাদ দেওয়া মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে ৷ বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার মনে আছে, আগে যে অলিম্পিক হয়েছিল কুড়ি বছর আগে সম্ভবত ৷ আমি একসময় ইউথ এন্ড স্পোর্টস মন্ত্রী ছিলাম ৷ 1991-1992 সালে । তখন থেকে আমি পরিকল্পনা করেছিলাম আগামী 20 বছরের ৷ সমস্ত অ্যাকাডেমি তৈরি করে প্লেয়ার তৈরি করার ৷ যাতে 20-21 বছর পরে ভারতীয় খেলোয়াড়রা সেই সম্মান অর্জন করতে পারে ৷ আজকে যে মেয়েটি আজকে সোনা আনতে পারত, কী কারণে তাঁকে বঞ্চিত করা হল সেটা দেশবাসী আগামিদিন জানবে । তাঁকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ৷’’ প্যারিস অলিম্পিক গেমস 2024-এর ফ্রিস্টাইল কুস্তি বিভাগের ফাইনালের আগে ওজন বেশি হওয়ার কারণে অযোগ্য ঘোষণা করা হয় ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে । ইতিমধ্যেই ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন করেছেন ভিনেশ ও তাঁর টিম ৷ ভারতীয় কুস্তিগীর রুপো পাবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ৷
Related Posts
নবান্নে জরুরি বৈঠকে ডিজি রাজীব কুমার, ‘মেয়েদের রাত দখল’ প্রতিবাদ কর্মসূচী ঘিরে সতর্ক রাজ্য পুলিশ
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্মম অত্যাচার করে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বাধীনতা দিবসের আগের রাতে ‘মেয়েদের রাত দখলের’ ডাক দিয়েছেন মহিলা নাগরিকদের একাংশ৷ এবার সেই কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ বুধবার রাতের নিরাপত্তা নিয়ে […]
৩দিন পার স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে অনড় ঘর্মঘটি জুনিয়র ডাক্তাররা, পাশে দাঁড়ালেন সিনিয়ররা, এবার ওপিডি বন্ধের হুঁশিয়ারি
৪১ ঘণ্টা পরা খোলা আকাশের নীচে অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তিনদিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে চিকিৎসকরা। বুধবার সন্ধ্যায় দাবি জানিয়ে নবান্নে চিঠি পাঠিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে সেই শর্ত মানা হয়নি। তাদের দাবি যতক্ষণ না দাবি মানা হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবে। কর্মবিরতির প্রত্যাহার করবেন না। সময় যত এগোচ্ছে তাদের আন্দোলন […]
‘সারা ভারতবর্ষের গণতন্ত্র শেষ করে দিয়েছে এঁরা। এখন বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলছে’, শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের
আগামী ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করবে তৃণমূল কংগ্রেস। সেদিনকেই রাজ্য জুড়ে ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে নন্দীগ্রামের বিধায়ককে চরম কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের। বিজেপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের কর্মসূচি নিয়ে ফিরহাদ বলেন, ‘সারা ভারতবর্ষের গণতন্ত্র শেষ করে দিয়েছে এঁরা। এখন বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলছে। বাংলায় […]