‘ভিনেশ সোনা আনতে পারত’, এবার ভিনেশ ফোগটের পাশে দাঁড়িয়ে তোপ মমতার

রুপো জয়ের শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ ফোগট ৷ দেশের পালোয়ানের গলায় মেডেল ঝোলাতে যথাসাধ্য চেষ্টা করছে সরকারও ৷ তারমধ্যেই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেলেন ভিনেশ ফোগট ৷ ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চে থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পিভি নরসিমা রাওয়ের সরকারে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এদিন বলেন, ‘‘যে মেয়েটি সোনা আনতে পারত । কী কারণে, কেন, কীভাবে তাঁকে বঞ্চিত করা হল সেটা দেশবাসী জানবে আগামিদিনে ।’’ ভিনেশের বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই সংসদে মুখ খুলেছেন তৃণমূল সাংসদরা ৷ সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছেন ৷ এবার এই ঘটনায় মুখ খুললেন দলের সুপ্রিমোও ৷প্যারিস অলিম্পিকে ওজন বেশি হওয়ার কারণে বাদ দেওয়া মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে ৷ বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার মনে আছে, আগে যে অলিম্পিক হয়েছিল কুড়ি বছর আগে সম্ভবত ৷ আমি একসময় ইউথ এন্ড স্পোর্টস মন্ত্রী ছিলাম ৷ 1991-1992 সালে । তখন থেকে আমি পরিকল্পনা করেছিলাম আগামী 20 বছরের ৷ সমস্ত অ্যাকাডেমি তৈরি করে প্লেয়ার তৈরি করার ৷ যাতে 20-21 বছর পরে ভারতীয় খেলোয়াড়রা সেই সম্মান অর্জন করতে পারে ৷ আজকে যে মেয়েটি আজকে সোনা আনতে পারত, কী কারণে তাঁকে বঞ্চিত করা হল সেটা দেশবাসী আগামিদিন জানবে । তাঁকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ৷’’ প্যারিস অলিম্পিক গেমস 2024-এর ফ্রিস্টাইল কুস্তি বিভাগের ফাইনালের আগে ওজন বেশি হওয়ার কারণে অযোগ্য ঘোষণা করা হয় ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে । ইতিমধ্যেই ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন করেছেন ভিনেশ ও তাঁর টিম ৷ ভারতীয় কুস্তিগীর রুপো পাবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ৷

error: Content is protected !!