নরেন্দ্র মোদির সরকারের পতন যে কোনও দিন ঘটতে পারে৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফের এই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চারশো পার কল্পনা ছাড়া কিছুই না। সংখ্যাগরিষ্ঠতা তো দূর, জোট বেঁধে সরকার গড়েছে গেরুয়া শিবির। কিন্তু কেন্দ্রের এই এনডিএ-সরকার যে ক্ষণস্থায়ী- সেটা প্রথম থেকেই জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে INDIA -র জোট সঙ্গী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পাশে বসিয়ে ফের একই বার্তা দিলেন মমতা। বলেন, “দিল্লিতে ভয় দেখিয়ে সরকার তৈরি হয়েছে। এই সরকার বেশিদিন চলবে না, পড়ে যাবে।“ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপির ইস্তফা দেওয়া উচিত ছিল। দিল্লির সরকারের আয়ু বেশিদিন নয়। নির্বাচন কমিশন একতরফা আচরণ করেছে। এজেন্সি দিয়ে ধমকানো-চমকানো হয়েছে। এতকিছুর পরেও আমরা লোকসভা ও বিধানসভায় জিতেছি।“ এদিন মঞ্চ থেকে বাংলায় বিজেপি, সিপিএম, কংগ্রেস একতিরে বেঁধেন তৃণমূল সুপ্রিমো। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলা কংগ্রেসের সঙ্গে জোট হয়নি তৃণমূলের৷ তবে, সিপিএমের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চ থেকে বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসকে নিশানা করে মমতা বলেন, বাংলায় তিনটি দলের সঙ্গে লড়েই বিপুল জয় পেয়েছে তৃণমূল৷ এ দিন বক্তব্য রাখতে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মানুষকে আমি স্যালুট জানাই৷ এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন৷ বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি৷ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে৷“এর পরেই অখিলেশ যাদবের বক্তব্যকে সমর্থন জানিয়ে মমতা বলেন, “দিল্লিতে যে সরকার এজেন্সি, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিয়ে ক্ষমতায় এসেছে, সেই সরকার স্থায়ী নয়৷ যে কোনও দিন পড়ে যাবে৷“
Related Posts
কেরলের ওয়েনাড়ে যাচ্ছেন ২ তৃণমূল সাংসদ, বিপর্যস্তদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রবল বর্ষণের জেরে ভূমিধস, বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। বিধ্বস্ত ওয়েনাড়ের পরিস্থিতি নিয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলেকে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তিনি একটি পোস্টে লিখেছেন, ‘কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মারাত্মক বিপর্যয় ঘটেছে। মানবিক কারণে, আমরা […]
রাজ্য়ের বিভিন্ন দফতরে ৫৫২টি নতুন পদে চাকরির নিয়োগের সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা
এবার খুশির খবর বাংলায়। রাজ্য়ের বিভিন্ন দফতরে অন্তত ৫৫২টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হল মন্ত্রিসভায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। সেখানেই এব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, স্কুল শিক্ষা দফতরে ৩৫জন, প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে ২৭০জন, স্বরাষ্ট্র দফতরে ১০৫জনকে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ বাকি যে শূন্য়পদগুলি রয়েছে তা অন্যান্য দফতরে নিয়োগ করা হবে। এদিকে […]
দিল্লিতে তৃণমূল সাংসদদের আটক করে টেনেহিঁচড়ে বাসে তুলল পুলিশ, প্রতিবাদে কলকাতায় রাজভবনে অভিষেক
দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনা থেকে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যান তুলে নিয়েছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিগুলির অবপ্যবহারে অভিযোগ তুলে আজই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ। কমিশনের সঙ্গে দেখা করার পর তারা কমিশনের সামনে ধরনায় বসে পড়েন। তার পরেই তাদের জোর করে তুলে দেওয়া হয়। মারধরের অভিযোগ করেন শান্তনু সেন। […]