বাংলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। তিন-চার দিনের নিম্নচাপের বৃষ্টি, তার উপর ডিভিসি-র ছাড়ার ফলে প্লাবিত বহু এলাকা। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। আজ, বুধবার, হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরশুড়ায় দ্বারকেশ্বর নদীর উপর ব্রিজের অবস্থা খারাপ। এদিন ওই এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি দেখে ফের ডিভিসির বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতি। প্ল্যান করে বাংলাকে ডোবাচ্ছে। ড্রেজিং করে না কেন্দ্র। আরও ২ লক্ষ কিউসেক জল ধরতে পারে। এত জল এর আগে কখনও ছাড়েনি। দেখছেন কেমন স্রোত জলের! ৭০ শতাংশ যখন পূর্ণ হয়ে যাচ্ছে, তখন কেন জল ছাড়ে না ডিভিসি! বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে! দুপুরে হাওড়ার উদয়নারায়ণপুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মমতার। উদয়নারায়ণপুর এবং আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন তিনি। এদিন হুগলির পরশুড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গেল একাধিক জায়গা জলমগ্ন। বহু জায়গায় এক তলা বাড়ির পুরোটাই ডুবে গিয়েছে। ইতিমধ্যে হুগলির খানাকুলে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ। হাওড়ার নিম্ন দামোদর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদয়নারায়ণপুর এবং আমতায় দামোদর এবং মুণ্ডেশ্বরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বুধবার ভোর থেকে একাধিক গ্রামে জল বাঁধ টপকে ঢুকে পড়েছে। পুজোর আগে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। তবে সরেজমিনে বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। কথা বলেন স্থায়ীদের সঙ্গেও।
Related Posts
নদিয়ায় বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নদিয়া। সপ্তম দফায় নির্বাচন মিটতেই নৃশংসভাবে খুন করা হল এক বিজেপি কর্মীকে। মৃতের নাম, হাফিজুল শেখ। তিনি চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জের দেবগ্রামে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে জামতলা বাস স্ট্যান্ডের কাছে এক চায়ের দোকানে বসেছিলেন হাফিজুল। আচমকা বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি […]
নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি
বিজেপি কর্মী রথীবালা আড়ি খুনের পরেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। জ্বলেছে আগুন। বিক্ষোভ অবরোধের পাশাপাশি ইতিমধ্যে থানায় গিয়ে পুলিশকে ধমক দিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তা নিয়ে নন্দীগ্রামে উত্তেজনার পারদ চড়ছিলই। তারমধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। এবার তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় […]
মক পোলিং চলাকালীন EVM-এর ব্যালট ইউনিট চুরি, হুগলিতে গ্রেফতার বিজেপি এজেন্ট
মকপোলিং ও কমিশনিং চলার সময় EVM-এর ব্যালট ইউনিট চুরির অভিযোগ। গ্রেফতার এক বিজেপির এজেন্ট। ঘটনায় শোরগোল হুগলির শ্রীরামপুর কেন্দ্রে। বিষয়টি নিয়ে বিজেপিকে খোঁচা শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, হুগলির জনাই ট্রেনিং স্কুল চত্বরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করে নির্বাচন কমিশন। সেখানে থেকে এক ব্যাক্তিকে আটক করে চন্ডিতলা থানার পুলিশ। ধৃত ওই […]