বাংলাদেশ জুড়ে অস্থির পরিস্থিতি। আর তারই জেরে দলে দলে দেশে ফিরছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতীয়রা। তাঁদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয় সেই বিষয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের ফেরাতে রাজ্য সরকার সদা সক্রিয় বলে জানালেন মুখ্যমন্ত্রী। রবিবার একুশের সমাবেশের পরেই তাঁর এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি বার্তা দিয়ে মমতা জানান, ‘যাঁরা ফিরছেন এই বাংলায়, তাঁদের সমস্তরকম সাহায্য ও সহায়তা করার জন্য রাজ্য প্রশাসনকে বলেছি আমি।’ মুখ্যমন্ত্রী আরও লেখেন, প্রায় ৩০০ শিক্ষার্থী আজ হিলি সীমান্তে পৌঁছেছেন এবং তাঁদের বেশিরভাগই নিরাপদে স্ব স্ব গন্তব্যে চলে গিয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনের সরকারি সাহায্যের প্রয়োজন ছিল, সেই সমস্তরকম সাহায্য তাঁদের করা হয়েছে। একইসঙ্গে মমতার বার্তা ‘বিপদের মুখে একতাই শক্তি’। গতকালই নবান্ন সূত্রে জানানো হয়েছিল, বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থার দিকে বিশেষ নজর রাজ্য সরকারেরও। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই দিল্লির সঙ্গে কথা হয়েছে নবান্নর। রাজ্যের কেউ ওদেশে আটকে রয়েছেন কিনা, তা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও জানিয়েছে রাজ্য। পাশাপাশি দিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগে থাকার।
Related Posts
কলকাতায় পথচলা শুরু লেডিস স্পেশ্যাল বাসের
মহিলাদের জন্য রয়েছে বিশেষ ট্রেন ‘লেডিস স্পেশ্যাল’। এছাড়া রাজ্যে মহিলাদের জন্য বেশকিছু সরকারি প্রকল্পও রয়েছে, যার অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। আর এবার মহিলাদের জন্য আরও এক উদ্যোগ রাজ্য সরকারের। মঙ্গলবারই চালু হচ্ছে ‘লেডিস স্পেশ্যাল’ বাস। এর ফলে অফিস যাতায়াত বা অন্যান্য প্রয়োজনে গন্তব্যে পৌঁছতে মহিলাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। মহিলাদের জন্য লেডিস স্পেশ্যাল বাস চালানোর […]
মদ্যপান করে ডিউটি করলেই চাকরি বাতিল, সিভিক ভল্যান্টিয়ারদের বিরুদ্ধে কড়া নির্দেশিকা লালবাজারের
আরজি কর হাসপাতালে তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুনে অভিযুক্ত এক সিভিক ভল্যান্টিয়ার। এনিয়ে প্রবল ক্ষোভ রয়েছে রাজ্যে। এর মধ্যেই আর এক কাণ্ড করলেন এক সিভিক। বিটি রোড সিঁথির মোড়ে চলছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ। সেই বিক্ষোভ চলাকালীন ব্যারিকেডে ধাক্কা মারে এক মদ্যপ সিভিক ভল্যান্টিয়ার। গ্রেফতার করা হয়েছে ওই সিভিককে। তাকে বরখাস্তও করা হয়েছে। এরপরই তৎপর […]
এবার বিধাননগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ
জেলায়-জেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠছিল। এবারের ঘটনাস্থল বিধান নগর। সেখানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি শিকার তিনজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজকে উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ।জানা গিয়েছে, তিনজন ব্যক্তির মধ্যে একজন ওই এলাকায় ঢুকে যায়। তাঁদের মধ্যে একজন বৃদ্ধ ছিল বলে খবর। এলাকাবাসী তাদের দেখে অনুমান করে তারা হয়ত ছেলেধরা। এরপরই চড়াও […]