সদ্য সোশ্যাল মিডিয়ায় আসা এক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ) ঘিরে নয়া বিতর্কে পড়ে গেলেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলে। সেই ভিডিয়োত দেখা যাচ্ছে, কংগ্রেসের এই নেতার পা ধুইয়ে দিচ্ছেন তাঁরই এক দলীয় কর্মী। নানা পাটোলের পায়ে কাদা লাগা অবস্থায় তাঁর পা ধোয়ানো হচ্ছে, এমন দৃশ্য দেখা যায় ভিডিয়োয়। গোটা ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে তোলপাড়। চলতি সপ্তাহের সোমবার আকোলা গিয়েছিলেন কংগ্রেসের নেতা নানা পাটোলে। মহারাষ্ট্রের কংগ্রেস প্রধানকে সেখানে স্বাগত জানান দলীয় কর্মীরা। আকোলার মাদগাঁওতে একটি কর্মসূচিতে তিনি অংশ নেন। সেখানে গঞ্জন মহারাজের পালকি যাত্রারও দর্শন করেন তিনি। এই দর্শনের জন্য নানা সাহেব চিঙ্কোলকার বিদ্যালয়তে গিয়েছিলেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, ওয়াদগাঁও থেকে ফেরার সময় গাড়িতে ওঠা পর্যন্ত এক কংগ্রেস কর্মী নানা পাটোলের সঙ্গে ছিলেন। দেখা যায়, সেখানে নানা পাটোলের পায়ে লাগা মাটি জল দিয়ে ধুইয়েও দিচ্ছেন ওই কংগ্রেস কর্মী। এই ভিডিয়ো নিয়েই শুরু হয় তোলপাড়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুষের আগুনের মতো ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়ে যায় নয়া বিতর্ক। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন নানা পাটোলে। তিনি বলেন, ‘বৃষ্টি হওয়ার ফলে ওই এলাকায় অনেকটা কাদা ছিল। একজন পার্টি কর্মী সেখানে আসেন আর আমার পায়ে জল দেন, আমি পা পরিষ্কার করে নিই। বিজেপি এটাকেই বড় ইস্যু বানাচ্ছে। তারা এককালে বলতেন যে প্রতিটি বাড়িতে পাইপ আর প্রতিটি বাড়িতে জল থাকা উচিত।’ এদিকে, বিতর্ক নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি প্রশ্ন তুলছে কংগ্রেসের সংস্কৃতি নিয়ে।
Related Posts
একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, পুনেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩
বৃষ্টিতে জলমগ্ন মহারাষ্ট্রের একাধিক এলাকা। পুনের পরিস্থিতিও অত্যন্ত খারাপ। জনজীবন সম্পূর্ণভাবে ব্যাহত। বন্ধ রয়েছে স্কুল-কলেজও। একাধিক রাস্তা জলমগ্ন। পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে উদ্ধার কাজে নামল সেনাও। পুনের পিম্পরি-ছিঞ্চওয়াড়ে এলাকায় জল ঢুকে গিয়েছে একাধিক আবাসনে। সেখানে থাকা আবাসিকদের উদ্ধারের জন্য নামানো হয়েছে নৌকা। অন্যদিকে, পুনেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজন যুবকের। অন্যদিকে, এখানেই ধসে মৃত্যু […]
তেলেঙ্গানায় স্কুলের হস্টেলে খাবারের মধ্যে টিকটিকি, অসুস্থ ৩৫
হস্টেলের ব্রেকফাস্টে টিকটিকি! সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৩৫ জন পড়ুয়া। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল তেলেঙ্গানায়। ইতিমধ্যেই রাঁধুনি ও তাঁর সহকারীকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে হস্টেলের কেয়ারটেকার ও স্পেশাল অফিসারকে শো কজ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের মেদক জেলার টি জি মডেল স্কুলের হস্টেলে এই ঘটনা ঘটেছে। পড়ুয়ারা সকালের খাবার খাওয়ার পরই আচমকা […]
সিবিআই মামলায় সুপ্রিমকোর্টে জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রতের জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষে বীরভূমের তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। সিবিআই মামলায় জামিন পেলেন অনুব্রত। ২০২২ সালের অগস্ট মাসের মাঝামাঝি সময় বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন […]