দলীয় কর্মীকে দিয়ে নিজের পা ধোয়ানোর অভিযোগ! মুখ খুললেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান

সদ্য সোশ্যাল মিডিয়ায় আসা এক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ) ঘিরে নয়া বিতর্কে পড়ে গেলেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলে। সেই ভিডিয়োত দেখা যাচ্ছে, কংগ্রেসের এই নেতার পা ধুইয়ে দিচ্ছেন তাঁরই এক দলীয় কর্মী। নানা পাটোলের পায়ে কাদা লাগা অবস্থায় তাঁর পা ধোয়ানো হচ্ছে, এমন দৃশ্য দেখা যায় ভিডিয়োয়। গোটা ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে তোলপাড়। চলতি সপ্তাহের সোমবার আকোলা গিয়েছিলেন কংগ্রেসের নেতা নানা পাটোলে। মহারাষ্ট্রের কংগ্রেস প্রধানকে সেখানে স্বাগত জানান দলীয় কর্মীরা। আকোলার মাদগাঁওতে একটি কর্মসূচিতে তিনি অংশ নেন। সেখানে গঞ্জন মহারাজের পালকি যাত্রারও দর্শন করেন তিনি। এই দর্শনের জন্য নানা সাহেব চিঙ্কোলকার বিদ্যালয়তে গিয়েছিলেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, ওয়াদগাঁও থেকে ফেরার সময় গাড়িতে ওঠা পর্যন্ত এক কংগ্রেস কর্মী নানা পাটোলের সঙ্গে ছিলেন। দেখা যায়, সেখানে নানা পাটোলের পায়ে লাগা মাটি জল দিয়ে ধুইয়েও দিচ্ছেন ওই কংগ্রেস কর্মী। এই ভিডিয়ো নিয়েই শুরু হয় তোলপাড়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুষের আগুনের মতো ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়ে যায় নয়া বিতর্ক। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন নানা পাটোলে। তিনি বলেন, ‘বৃষ্টি হওয়ার ফলে ওই এলাকায় অনেকটা কাদা ছিল। একজন পার্টি কর্মী সেখানে আসেন আর আমার পায়ে জল দেন, আমি পা পরিষ্কার করে নিই। বিজেপি এটাকেই বড় ইস্যু বানাচ্ছে। তারা এককালে বলতেন যে প্রতিটি বাড়িতে পাইপ আর প্রতিটি বাড়িতে জল থাকা উচিত।’ এদিকে, বিতর্ক নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি প্রশ্ন তুলছে কংগ্রেসের সংস্কৃতি নিয়ে।

error: Content is protected !!