চাটনিতে ভাসছে আস্ত ইঁদুর। এই কাণ্ডটি ঘটে গিয়েছে হায়দরাবাদের নামি ইউনিভার্সিটির হোস্টেলে। খাবার রান্না করতে গিয়ে অবহেলা, নাকি নজরদারিতে গাফিলতি, কী কারণে রান্নাঘরে এমন অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে! উঠছে প্রশ্ন। রেগে আগুন নেটিজেনরা। সম্প্রতি, তেলেঙ্গানার সুলতানপুর জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি হোস্টেলর বড় ধরনের এই ঘটনা সামনে এসেছে। এখানকার রান্না করা ‘চাটনিতে’ই একটি ইঁদুর পাওয়া গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই, এটি হোস্টেল শিক্ষার্থীদের জন্য খাদ্য নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। চাটনিতে একটি ইঁদুরকে রীতিমত চলাফেরা করতে, লাফাতে দেখা গিয়েছে ঘটনাস্থলে অনেক শিক্ষার্থীই নিজেদের ফোনে এই ভিডিয়ো রেকর্ড করেছে। সেই ভিডিয়োই এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রদের স্বাস্থ্য নিয়ে এখন আলোচনা জোরদার হয়েছে বললেই চলে। কলেজ জুড়ে এখন বিক্ষোভের পরিস্থিতি। বাড়ছে ক্ষোভ। ছাত্র ও বিআরএসভি কর্মীরা এই পরিস্থিতি নিয়ে প্রতিবাদের পরিকল্পনাও করছেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি আসেনি।
Related Posts
খোলা আদালতে সমকামী বিয়ে নিয়ে রিভিউয়ের শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিমকোর্ট
ভারতে সমলিঙ্গের বিবাহে আইনি শিলমোহরের আর্জি গত বছর ১৭ অক্টোবরের এক রায়ে আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় পুনরায় বিবেচনা করার আর্জি নিয়ে এক গুচ্ছ পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই পুর্নবিবেচনাধর্মী পিটিশনের শুনানি যাতে খোলা আদালতে হয়, তার জন্য আর্জি জানিয়েছিলেন কোর্টের সিনিয়র দুই আইনজীবী নীরজ কিষেণ কউল ও অভিষেক মনু সিংভি। খোলা […]
আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে আরজিকর মামলার শুনানি
আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে ফের আরজি কর মামলার শুনানি৷ গতকালই শীর্ষ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি৷ দীর্ঘ শুনানিতে সিবিআই তদন্তে আস্থা রেখেছিলেন প্রধান বিচারপতি৷ মূল মামলার শুনানির পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং কর্মবিরতির বিষয়টি উঠে এসেছিল সওয়াল জবাবে৷ চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু নির্দেশও রাজ্য সরকারকে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবারের শুনানি সংক্রান্ত নির্দেশিকা […]
দিল্লির আবগারী দুর্নীতি নিয়ে চূড়ান্ত চার্জশিট পেশ সিবিআইয়ের, অভিযুক্তের তালিকায় কেজরি-মণীশ সহ একাধিক নেতা-নেত্রীর নাম
দিল্লির আবগারী নীতি কেলেঙ্কারি নিয়ে সিবিআই সোমবার চূড়ান্ত চার্জশিট পেশ করল ৷ সেই চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে ৷ এর আগে সিবিআই এই মামলায় একটি মূল চার্জশিট পেশ করেছিল ৷ পরে আরও চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে ৷ সেখানে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, তেলেঙ্গানার […]