ত্রিপুরায় নাবালিকাকে গণধর্ষণ, বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলে ও তার বন্ধু

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের ছেলে ও তার বন্ধুকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পানিসাগর এলাকায়। ধৃতদের নাম আয়াজ আলি এবং উসমান আলি। এর মধ্যে আয়াজ রৌয়া পঞ্চায়েতের বিজেপির সদস্য মীনা বেগমের ছেলে। নির্যাতিতা কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, গতকাল বাড়ির পাশের দোকানে গিয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রী। রাস্তা থেকে তাকে অপহরণ করে আয়াজ এবং উসমান। কাপড় দিয়ে মুখ বেঁধে বাইকে তুলে চম্পট দেয় তারা। স্থানীয়রা ধাওয়া করলেও নাগাল পাননি। এর পরে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে অভিযুক্তরা ওই কিশোরীকে ধর্ষণ করে। মেয়েটিকে অচৈতন্য হয়ে পড়লে তাকে জঙ্গলে ফেলে রেখেই পালিয়ে যায় তারা। ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিস ও টিএসআর বাহিনী। হাজির হন উত্তর ত্রিপুরা জেলার পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী। গ্রামবাসীদের সহযোগিতায় নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  উত্তর ত্রিপুরা পুলিস তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিস মোতায়েন করা হয়েছে।

error: Content is protected !!