অসমে ফের গণধর্ষণের শিকার নাবালিকা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি সারা দেশ সরব হয়েছে। কিন্তু এর মধ্যেও দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। আর তার মধ্যে বারেবারে উঠছে অসমের নাম। প্রতিবেশী এই রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবারের পর ফের শুক্রবারও গণধর্ষণের শিকার হতে হল এক নাবালিকাকে। এবারও ঘটনাস্থল সেই নাগাঁও জেলাই।  বৃহস্পতিবারেও এই জেলাতেই গণধর্ষণের শিকার হয়েছিল এক কিশোরী। স্থানীয় সূত্রে খবর, গতকাল শুক্রবার রাতে ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল ওই নির্যাতিতা নাবালিকা। পথে বাইকে দুই দুষ্কৃতী চড়ে এসে তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় কোনওক্রমে দৌড়ে পালিয়ে এসে স্থানীয় লোকেদের বিষয়টি জানায় নির্যাতিতা নাবালিকার ভাই। এরপরেই স্থানীয়রা সেদিকে রওনা দিলে চম্পট দেয় দুই অভিযুক্ত।  পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর ও  অভিযুক্তদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

error: Content is protected !!