আর জি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি সারা দেশ সরব হয়েছে। কিন্তু এর মধ্যেও দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। আর তার মধ্যে বারেবারে উঠছে অসমের নাম। প্রতিবেশী এই রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবারের পর ফের শুক্রবারও গণধর্ষণের শিকার হতে হল এক নাবালিকাকে। এবারও ঘটনাস্থল সেই নাগাঁও জেলাই। বৃহস্পতিবারেও এই জেলাতেই গণধর্ষণের শিকার হয়েছিল এক কিশোরী। স্থানীয় সূত্রে খবর, গতকাল শুক্রবার রাতে ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল ওই নির্যাতিতা নাবালিকা। পথে বাইকে দুই দুষ্কৃতী চড়ে এসে তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় কোনওক্রমে দৌড়ে পালিয়ে এসে স্থানীয় লোকেদের বিষয়টি জানায় নির্যাতিতা নাবালিকার ভাই। এরপরেই স্থানীয়রা সেদিকে রওনা দিলে চম্পট দেয় দুই অভিযুক্ত। পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর ও অভিযুক্তদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
Related Posts
সন্দেশখালি নিয়ে রাজ্যের মামলা ৩ মাসের জন্য মুলতুবি সুপ্রিমকোর্টে
সন্দেশখালি নিয়ে রাজ্য সরকারের মামলার শুনানি তিন মাসের জন্য মুলতুবি করে দিল সুপ্রিম কোর্ট ৷ সন্দেশখালিতে জমি দখল ও মহিলাদের যৌন নিপীড়নের অভিযোগে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার ৷ সেই আবেদনের শুনানি আগামী জুলাই মাস পর্যন্ত স্থগিত করেছে শীর্ষ আদালত ৷
সঙ্ঘকে দিয়ে আমলা নিয়োগ! মোদি সরকারকে এবার ‘Anti-Constitutional’ বলে তোপ রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদি সরকারকেই এ বার ‘Anti-Constitutional’ বলে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেপথ্যে, ইউপিএসসি-র চাকরিতে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের খবর। নানাবিধ মন্ত্রকের ১০ জন যুগ্ম সচিব এবং ৩৫ জন ডিরেক্টর বা উপ-সচিবের মতো ৪৫টি বিশেষ পদে ল্যাটারাল এন্ট্রির কথা জানিয়েছে কেন্দ্র। এই সব পদে নিয়োগ হয় মূলত আইএএস, আইপিএস, আইএফএস থেকে। আচমকা […]
দেশে ভোটের হার ৬২.৩০%, বাংলার ৮ কেন্দ্রে ভোট পড়ল ৭৫.৬৬%
গোটা দেশে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হয় আজ। সন্ধ্যা ৬ টায় শেষ হয় ভোটগ্রহণ পর্ব। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন ছিল। বিকাল ৫ টা পর্যন্ত দেশের মধ্যে সব থেকে বেশি ভোট পশ্চিমবঙ্গের। আজ সোমবার চতুর্থ দফার […]