এবার বিধাননগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ

জেলায়-জেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠছিল। এবারের ঘটনাস্থল বিধান নগর। সেখানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি শিকার তিনজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজকে উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ।জানা গিয়েছে, তিনজন ব্যক্তির মধ্যে একজন ওই এলাকায় ঢুকে যায়। তাঁদের মধ্যে একজন বৃদ্ধ ছিল বলে খবর। এলাকাবাসী তাদের দেখে অনুমান করে তারা হয়ত ছেলেধরা। এরপরই চড়াও হয়। বেদম মারধর করা হয় বলে খবর। ঘটনাস্থলে এলাকায় পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। ইতিমধ্যেই তিনজনকে উদ্ধার করে পুলিশ উদ্ধার করতে গেলে ক্ষেপে যায় স্থানীয় লোকজন। পুলিশের গাড়িতেও ধাক্কাধাক্কি করে তারা। এ দিকে এই গুজব কে রটালো এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওরা ঘুরছিল। দুপুর তিনটে থেকে ঘুরছিল। তারপর আমার মেয়ে যখন বাইরে বের হয় সেই সময় ওকে চোখ দেখায়। তারপর ও বাড়ি গিয়ে সবটা জানায়। এরপর আমার স্ত্রী সকলে জানান। ওদের প্রশ্ন করা হলেও ঠিক মতো উত্তর দেয়নি। এর থেকেই সন্দেহ হয় আমাদের। কোথায় থাকে সঠিকভাবে কিছুই বলছিল না।”

error: Content is protected !!