কাপলিং খুলে গিয়ে আলাদা হয়ে গেল নিউ দিল্লি-ইসলামপুর মগধ সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক কামরা। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি যাত্রীবাহী ট্রেনটিকে পাটনা রেল বিভাগের বক্সার-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশনের মাঝামাঝি দাঁড় করিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। মেরামতির কাজ শুরু হয়। রেল সূত্রে খবর, ট্রেনটি নয়াদিল্লি থেকে পাটনার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু বিহারের দুমরাও স্টেশন ছাড়ার কিছু পরেই আচমকা ট্রেনটির কাপলিং খুলে গিয়ে বিপত্তি ঘটে। ট্রেনটি দু’টি ভাগে বিভক্ত হয়ে যায়। এর জেরে যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই প্রসঙ্গে পূর্ব-মধ্য রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র বলেন, তুরিগঞ্জ এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে আচমকাই ট্রেনটির কাপলিং খুলে যায়। এর ফলে ট্রেনটি দু’টি ভাগে বিভক্ত হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দলের পাশাপাশি একটি প্রযুক্তি বিষয়ক দলও পৌঁছেছে। দ্রুত যাতে মেরামতির কাজ শেষ করা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, কীভাবে এক দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত হয়ে যায় সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। ট্রেনটি ইন্দোর থেকে জব্বলপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। গতকাল ভোরে জব্বলপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের প্রায় ১৫০ মিটার আগে আচমকাই ট্রেনটির সামনের দু’টি কামরা বেলাইন হয়ে যায়। ট্রেনটি ধীর গতিতে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া গত মাসেই সবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা লাইনচ্যুত হয়। ট্রেনটি বারাণসী থেকে আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে আচমকা ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির চালকের দাবি, রেল লাইনে রাখা কোনও বস্তুর সঙ্গে আচমকা ইঞ্জিনের ধাক্কা লাগে। তারপরই বেলাইন হয়ে যায় ট্রেনটি। এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছে একাধিক ট্রেন। ঘন ঘন এই রেল দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
Related Posts
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে বাংলায় আবাস যোজনা ও একশোর দিনের কাজে বরাদ্দ নিয়ে শ্বেতপ্রকাশ দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। শেষপর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যসভায় যেদিন বাজেট পরিবেশন করা হয়, তখন বলছিলেন, ১০ বছর ধরে বাংলার আমরা হাজার হাজার কোটি […]
বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানা
তারাতলায় ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, কোম্পানিতে স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন, অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। আড়াই হাজার টন প্রোডাকশন হত প্রতি বছর। ২০০৪ সাল থেকে যে আড়াইশো জন অস্থায়ী কর্মী কাজ করছিলেন তাঁদেরকে কোম্পানি কোনও টাকাপয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। এমনই দাবি অস্থায়ী কর্মীদের। স্থায়ী […]
বিহার সফরের দ্বিতীয় দিনে পাটনার গুরুদ্বারে প্রধানমন্ত্রী মোদি
সোমবার বিহার সফরের দ্বিতীয় দিনে, পাটনার শ্রী হরমন্দির সাহিব গুরুদ্বারে আসেন প্রধানমন্ত্রী মোদি। গুরুদ্বারে এসে প্রধানমন্ত্রী মোদি প্রার্থনা করেন এবং লঙ্গরে খাবার খান। এই সময় প্রধানমন্ত্রী মোদিকে গুরুদুয়ারা পাটনা সাহেবে লঙ্গর পরিবেশন করতে দেখা গেছে। এর পরে, প্রধানমন্ত্রী লঙ্গারের সারিতে বসা লোকদের জন্য রোটি তৈরি করেন এবং খাবার পরিবেশন করেন। প্রায় ২০ মিনিট গুরুদ্বারে ছিলেন […]