একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। রেকর্ড বৃষ্টিতে কার্যত জলের নিচে বাণিজ্য নগরী। সোমের পর মঙ্গলবারেও অব্যাহত বৃষ্টি। মুম্বই, থানে, নবি মুম্বই, পনভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে বাড়ছে উদ্বেগ। ১২ জুলাই পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় শর্ট সার্কিট হয়ে এক ৭২ বছরের বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। এদিকে পালঘরে ১৮ মাসের একটি শিশুর বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সোমের পর মঙ্গলেও বন্ধ রয়েছে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল ও কলেজ। মুম্বই শহরের লাইফ লাইন হিসেবে ধরা হয় লোকাল ট্রেনকে। সেখানেও বেহাল অবস্থা। জানা যাচ্ছে, ওর্লি, বানতারা ভবন, কুর্লা ইস্ট, কিং সার্কেল এলাকা, দাদর, বিদ্যাবিহার এলাকায় জলের নিচে চলে গিয়েছে রেল ট্র্যাক। ফলে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন পরিষেবা। যে ট্রেনগুলি চলছে তাও দু-তিন ঘণ্টা দেরিতে চলছে। ফলে যাত্রীরা পড়েছেন প্রবল সমস্যায়। বাতিল একাধিক ফ্লাইট।বৃহন্মুম্বই পুরসভার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলা বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আর্জি জানানো হয়েছে। কোনও সমস্যায় পড়লে ১৯১৬ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে স্কুল-কলেজ বন্ধ রাখা হলেও প্রিন্সিপাল, শিক্ষক, অ-শিক্ষক কর্মচারীদের সকলকেই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বলা হয়েছে। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, কিন্তু টানা বৃষ্টিতে জল নামানোও যাচ্ছে না। ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
Related Posts
এটা এক্সিট পোল নয়, মোদির মিডিয়া পোল: রাহুল
টিভি চ্যানেলে দেখানো সংখ্যা নয়, মানুষের সমর্থনের আশাতেই এখনও আত্মবিশ্বাসী মহাজোট ‘ইন্ডিয়া’। তাদের বিশ্বাস, বিরোধী দলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই এক্সিট পোল ‘সাজিয়েছে’ বিজেপি। আর এই বিশ্বাস কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল-প্রত্যেকের। রীতিমতো ব্যঙ্গের সুরে সেই প্রত্যয়েই সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধী। রবিবার এই ইস্যুতে তাঁর বক্তব্য, ‘এটা এক্সিট পোল নয়। মোদি মিডিয়া পোল। কল্পিত […]
অন্ধ্রপ্রদেশে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণে অভিযুক্ত বাবা
একটি শিশু, একটি মেয়ে তার সুরক্ষার জন্য ছোট থেকে যাঁর উপর সবচেয়ে বেশি ভরসা করে, সেই মানুষটি হল তার বাবা ৷ কিন্তু, সেই বাবাই যখন তাকে ধর্ষণ করে, তখন সেই মেয়েটি কার কাছে নিজেকে সুরক্ষিত মনে করবে, কাকেই বা বিশ্বাস করবে ! বিপদ-আপদ থেকে আগলে রাখার পরিবর্তে বাবাই যখন আড়াই-তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করছে […]
হরিয়ানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ৪০ স্কুল পড়ুয়া
সোমবার সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা হরিয়ানায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল পড়ুয়া বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন পড়ুয়া। তারা সকালেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হরিয়ানা পরিবহণ নিগমের বাসটি পঞ্চকুলা শহরের দিকে যাচ্ছিল। পিঞ্জোরের নউলটা গ্রামের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারান বাসের চালক। রাস্তার একপাশে উল্টে যায় সেটি। তড়িঘড়ি করে […]