বিদ্যুতের অপচয় নিয়ে সরব মুখ্যমন্ত্রী, নবান্নের ‘নির্দেশ’ গেল দফতরে দফতরে

 বিদ্যুতের অপব্যবহার নিয়ে আরও কড়া নবান্ন। একাধিক দফতরের বিদ্যুতের বিল বকেয়া। বিদ্যুতের বিল বকেয়া থাকলে সংশ্লিষ্ট দফতরের বাজেট কমানোর নির্দেশ। অর্থ সচিবকে বিদ্যুৎ নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিদ্যুতের বিল বকেয়া দেখে বাজেটে কাটছাঁট করতে হবে এবার অর্থ দফতরের নির্দেশ। মুখ্যমন্ত্রীর এমনই নির্দেশ বলেই নবান্ন সূত্রে খবর। গত বৃহস্পতিবারের বিদ্যুতের অপচয় নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক দফতর ও স্কুলগুলি বিদ্যুতের অপচয় করছে বলে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অফিসে বিদ্যুৎ অপচয় নিয়ে এই অভিযোগ কিছুই নতুন নয়। বিভিন্ন সময়ই দেখা যায়, সরকারি দফতরে কোনও একটি রুমে কোনও আধিকারিকই নেই, অথচ আলো জ্বলছে, ফ্যানও চলছে! কোথাও কোথাও এসিও! এবার এই পরিস্থিতির বদল ঘটতে চলেছে । গত বৃহস্পতিবার কলকাতা-সহ সমস্ত পুরনিগমের মেয়র, কমিশনার এবং সব দফতরের সচিব ও বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী এব্যাপারে কড়া হুঁশিয়ারি দেন বলে নবান্ন সূত্রে খবর।

error: Content is protected !!