কংগ্রেস এবং তৃণমূল এ বারের নির্বাচনে কত আসন পাবে, তা নিয়ে হুগলির সভায় ভবিষ্যদ্বাণী করলেন মোদি। তিনি জানান, বিজেপি ছাড়া কেউ দেশে সরকার গড়তে পারবে না। রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদি বলেন, ‘‘কংগ্রেসের যে শাহজাদা আছেন, তাঁর বয়সের চেয়ে কম আসন পাবে কংগ্রেস। আর তৃণমূলের তো প্রধান বিরোধী দল হওয়ারও ক্ষমতা নেই।’’ মোদি এও বলেন, ‘‘রামমন্দির তৈরি হয়েছে বলেও তৃণমূল রেগে গিয়েছে। রামমন্দির তৈরি হয়েছে বলে ওদের ঘুম উড়ে গিয়েছে। যা খুশি তাই বলছে। পাঁচশো বছর ধরে এই মন্দিরের জন্য আমাদের পূর্বজেরা সংঘর্ষ করেছে। ওঁদের ত্যাগকে অপমান করবেন না। ভগবান রামকে বর্জন- এটা বাংলার সংস্কৃতি নয়। মা মাটি মানুষের পার্টি ভোটব্যাঙ্কের জন্য বাংলার অপমান করছে।’’ তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ করে হুগলিতে মোদী বলেন, ‘‘বাংলার যুবদের ভবিষ্যৎ বেচে দিয়েছে। মা-বাবাদের স্বপ্ন বেচে দিয়েছে। এই সরকারে মন্ত্রীরা জেল খাটছেন। বাড়ি থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। আপনারা সাজা দেবেন না ওদের?’’ মোদির মুখে সন্দেশখালি প্রসঙ্গ। বলেন, ‘‘সন্দেশখালিতে কী হচ্ছে, সারা দেশ দেখছে। সব রকম চেষ্টা করছে তৃণমূল। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, কোনও অত্যাচারী বাঁচবে না।’’
Related Posts
দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল ৪টি রেডপান্ডা ও ২টি স্নো লেপার্ডের
ফের নজির দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানার। পুজোর আগে পাহাড়ের পর্যটকদের দারুণ সুখবর দিল দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাও আবার একটা নয়। দু-দুটো সুখবর ৷ দার্জিলিং চিড়িয়াখানায় আগমন হল ৬ নতুন অতিথির ৷ জন্ম হল ৪টি রেডপান্ডা ও ২টি স্নো লেপার্ডের ৷ প্রাণী প্রজনন বা ক্যাপ্টিভ ব্রিডিংয়ে এশিয়ায় মধ্যে যে সেরা, তা […]
বেলুড়ে গঙ্গার উথাল-পাথাল ঢেউ, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের, ভাইরাল ভিডিও
বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার। উথাল-পাথাল যাত্রীবাহী লঞ্চের। প্রাণভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। গত মঙ্গলবারের ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল-পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি ক্রমেই […]
আয়াকে বাড়িতে আটকে যৌন নির্যাতন, অভিযুক্ত বিজেপি নেতা স্পন্দন দাসকে ধরে গণপিটুনি দিল এলাকাবাসী
আয়াকে বাড়িতে আটকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি সেই নেতাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোলা থানার পুলিশ। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার […]