দেশ জুড়ে নিট (NEET Exam) নিয়ে শুরু হয়েছে জলঘোলা। শুক্রবার নিট দুর্নীতি মামলায় এনটিএ-কে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। পরীক্ষা বাতিলের আর্জি নিয়ে কী ভাবছে এনটিএ, তা জানতে চাইল দেশের শীর্ষ আদালত। এনটিএ-র পক্ষ থেকে যে জবাব মিলবে তার ওপর ভিত্তি করে করা হবে পরবর্তী পদক্ষেপ। আগামী ৬ জুলাই রয়েছে নিট-র কাউন্সেলিং।এদিন শীর্ষ আদালতে নিট পরীক্ষা নিয়ে সিবিআই তদন্ত ও পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি আগামী দু’দিনের জন্য কাউন্সেলিং বন্ধ রাখারও আর্জি জানানো হয়। তবে কোনও ভাবেই কাউন্সেলিং বন্ধ রাখা যাবে না বলে সাফ জানায় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নিট ও নেট বাতিল নিয়ে জানানো হয়েছিল, গোটা বিষয়ের তদন্ত করার জন্য ‘বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে। ইতিমধ্যেই নেট ইউজিসি নিয়েও তদন্ত শুরু করেছে সিবিআই।
Related Posts
দিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩, আহত ৬
দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত অন্তত তিন। আহত ছয়। জানা গেছে রাজধানীতে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে উত্তর দিল্লির নারেলা অঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়। তখন সেখানে কাজ করছিলেন ৯ জন। দুর্ঘটনার খবর পেয়েই শ্যাম কৃপা ফুডস প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে পৌঁছয় দিল্লি পুলিশ। আসে দমকলের […]
মহাদেবের মাথায় জল যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৯ পুণ্যার্থী
শ্রাবণের সোমবারে মহাদেবের মাথায় জল যাওয়ার সময় গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর ৷ আহত বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ রবিবার বৈশালীর হাজিপুর ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকায় ঘটনা ৷ জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবারের পুজো দিতে সোনপুর বাবা হরিহরনাথে মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল ৷ মৃতরা হলেন, ধর্মেন্দ্র পাসোয়ান, লালা দাস, ফুদেনা […]
আগামী ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন আতিশি মারলেনা
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর শপথ নেবেন আতিশি মারলেনা। বৃহস্পতিবার আম আদমি পার্টি (আপ)-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বর আতিশি মারলেনা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। অন্যান্য মন্ত্রীরাও ওই দিনই শপথ নেবেন।’ গত মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। […]