নিটের কাউন্সেলিং বন্ধ রাখা যাবে না, সাফ জানাল সুপ্রিমকোর্ট

দেশ জুড়ে নিট (NEET Exam) নিয়ে শুরু হয়েছে জলঘোলা। শুক্রবার নিট দুর্নীতি মামলায় এনটিএ-কে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। পরীক্ষা বাতিলের আর্জি নিয়ে কী ভাবছে এনটিএ, তা জানতে চাইল দেশের শীর্ষ আদালত। এনটিএ-র পক্ষ থেকে যে জবাব মিলবে তার ওপর ভিত্তি করে করা হবে পরবর্তী পদক্ষেপ। আগামী ৬ জুলাই রয়েছে নিট-র কাউন্সেলিং।এদিন শীর্ষ আদালতে নিট পরীক্ষা নিয়ে সিবিআই তদন্ত ও পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি আগামী দু’দিনের জন্য কাউন্সেলিং বন্ধ রাখারও আর্জি জানানো হয়। তবে কোনও ভাবেই কাউন্সেলিং বন্ধ রাখা যাবে না বলে সাফ জানায় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নিট ও নেট বাতিল নিয়ে জানানো হয়েছিল, গোটা বিষয়ের তদন্ত করার জন্য ‘বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে। ইতিমধ্যেই নেট ইউজিসি নিয়েও তদন্ত শুরু করেছে সিবিআই।

error: Content is protected !!