ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিল ২০২৪ এর নতুন খসড়া বর্তমানে ইন্ডাস্ট্রি কনসালটেশন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেটাকে ঘিরেই বর্তমানে বাড়ছে উদ্বেগ এবং জটিলতা। বাড়ছে কনফিউশনও। ইন্টারনেটে কীভাবে কী বলা হবে, কী পোস্ট করা যাবে সেটা এবার নিয়ন্ত্রণ করা হবে বলেই মনে করা হচ্ছে। এই নতুন বিল এলে ফ্রিডম অব স্পিচ যে কেবল খর্ব হবে সেটাই নৌ, একই সঙ্গে ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করবেন সেটার দায়ভারও তাঁদের নিজেদের ঘাড়ে নিতে হবে। অনেকেই তাই এই বিলের খসড়াকে ডিজিটাল নিউজ ব্রডকাস্টার্স বলছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পোস্ট করা হলে সেটা এবার থেকে কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে অনেকেরই অনুমান এই নতুন বিলকে ঘিরে মানুষের মধ্যে বিস্তর কনফিউশন তৈরি হবে। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কোনও খবর বা সাম্প্রতিক কালের কোনও তথ্য পোস্ট করেন তাহলে তিনি এই বিলের আওতায় চলে আসবেন। অর্থাৎ টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে খবর পোস্ট করলেই নজরদারি চালানো হবে তাতে। বাদ যাবে না OTT প্ল্যাটফর্মগুলোও। তবে খবরের কাগজ বা সেগুলোর ইপ্রিন্ট এই বিলের আওতায় পড়বে না। এমনকি খবরের কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেগুলোও এই বিলের মধ্যে পড়বে না।
Related Posts
‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা প্রধানমন্ত্রী মোদির
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু প্রচারই নয়, শেষ […]
জেল থেকে বেরিয়েই পুরোদমে ভোটের প্রচারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
শুক্রবারই অন্তবর্তীকালীন জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কোজরিওয়াল। সামনেই নির্বাচন। তাই সময় নষ্ট না করে শনিবার থেকেই পুরোদমে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। ২৫ মে ভোট রয়েছে দিল্লিতে। শনিবার সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন রয়েছে তাঁর। বিকেল চারটে নাগাদ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ছ’টা নাগাদ […]
হাথরসে সৎসঙ্গেই পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২২, আয়োজকদের বিরুদ্ধে FIR, নাম নেই ভোলে বাবার
উত্তরপ্রদেশের হাথরসের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বুধবার মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১২২ জন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ বুধবার রিলিফ কমিশনারের অফিস থেকে জানান হয়েছে, চিকিৎসা চলাকালীন আহদের মধ্যে অন্তত ২৮ জন প্রাণ হারান ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, […]