অনলাইন খবরেও এবার লাগাম! নতুন ব্রডকাস্টিং বিলের ড্রাফট ঘিরে বাড়ছে উদ্বেগ

ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিল ২০২৪ এর নতুন খসড়া বর্তমানে ইন্ডাস্ট্রি কনসালটেশন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেটাকে ঘিরেই বর্তমানে বাড়ছে উদ্বেগ এবং জটিলতা। বাড়ছে কনফিউশনও। ইন্টারনেটে কীভাবে কী বলা হবে, কী পোস্ট করা যাবে সেটা এবার নিয়ন্ত্রণ করা হবে বলেই মনে করা হচ্ছে। এই নতুন বিল এলে ফ্রিডম অব স্পিচ যে কেবল খর্ব হবে সেটাই নৌ, একই সঙ্গে ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করবেন সেটার দায়ভারও তাঁদের নিজেদের ঘাড়ে নিতে হবে। অনেকেই তাই এই বিলের খসড়াকে ডিজিটাল নিউজ ব্রডকাস্টার্স বলছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পোস্ট করা হলে সেটা এবার থেকে কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে অনেকেরই অনুমান এই নতুন বিলকে ঘিরে মানুষের মধ্যে বিস্তর কনফিউশন তৈরি হবে। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কোনও খবর বা সাম্প্রতিক কালের কোনও তথ্য পোস্ট করেন তাহলে তিনি এই বিলের আওতায় চলে আসবেন। অর্থাৎ টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে খবর পোস্ট করলেই নজরদারি চালানো হবে তাতে। বাদ যাবে না OTT প্ল্যাটফর্মগুলোও। তবে খবরের কাগজ বা সেগুলোর ইপ্রিন্ট এই বিলের আওতায় পড়বে না। এমনকি খবরের কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেগুলোও এই বিলের মধ্যে পড়বে না।

error: Content is protected !!