নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে জল! 

নতুন সংসদ ভবনের ছাদে ‘লিক’, সময়মতো সনাক্ত করা হয়েছে ও তা ঠিক করাও হয়েছে। বিরোধীদের নিশানার মুখে এমনটা জানিয়ে এবার সংসদ ভবন সূত্রে কারণ স্পষ্ট করা হল। প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নবনির্মিত সংসদ ভবনের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় টিপটিপ করে জল পড়ছে আর সেই জল সামাল দিতেই মেঝেতে পাতা রয়েছে বালতি। এরপরেই এই ছবি ঘিরে হইচই পরে যায় সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরাও তুমুল নিশানা করতে শুরু করে দেয়। এই প্রসঙ্গে এবার কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করল লোকসভা সচিবালয়।

error: Content is protected !!