নতুন সংসদ ভবনের ছাদে ‘লিক’, সময়মতো সনাক্ত করা হয়েছে ও তা ঠিক করাও হয়েছে। বিরোধীদের নিশানার মুখে এমনটা জানিয়ে এবার সংসদ ভবন সূত্রে কারণ স্পষ্ট করা হল। প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নবনির্মিত সংসদ ভবনের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় টিপটিপ করে জল পড়ছে আর সেই জল সামাল দিতেই মেঝেতে পাতা রয়েছে বালতি। এরপরেই এই ছবি ঘিরে হইচই পরে যায় সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরাও তুমুল নিশানা করতে শুরু করে দেয়। এই প্রসঙ্গে এবার কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করল লোকসভা সচিবালয়।
Related Posts
রং বদলে গেরুয়া হল ‘দূরদর্শন’, নিউজের লোগোর ‘গৈরিকীকরণে’মোদিকে তুলোধোনা মমতার
দূরদর্শনের লোগোর রং বদলে গেল! আগে ছিল লাল, হয়ে গেল গেরুয়া। সরকারি দফতরের লোগোর রং ইত্যাদি বদলানো নতুন কিছু নয়। তবে এক্ষেত্রে দুটি কারণে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমত, রংটি গেরুয়া, দ্বিতীয়ত এখন দেশ জুড়ে ভোট-আবহ। দূরদর্শনের লোগোর পরিবর্তিত রং গেরুয়া ভিন্ন রাজনৈতিক ডিসকোর্স তৈরি করে দিচ্ছে। কেননা, গেরুয়া রংটি তো নিছক একটি রং নয়, সেটি […]
লোকসভায় পেশ ওয়াকফ বিল, অসাংবিধানিক আখ্যা দিয়ে সরব বিরোধীরা!
বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ তথা লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা আইন সংশোধনের চেষ্টা নিয়ে আগেই সরব হয়েছিলেন। এবার বিল সংশোধনী উত্থাপনের বিরুদ্ধে নোটিস দিলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল ও হিবি ইডেন। ভারতের সংবিধান উদ্ধৃত করে ভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে সংসদে ওয়াকফ বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী […]