১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে সংসদের নিম্নকক্ষের স্পিকার হিসাবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার ওম বিড়লা লোকসভার স্পিকার পদের দায়িত্ব পেলেন। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ওম বিড়লা ২.০র যাত্রাকাল শুরু হতেই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বলরাম জাখরের পর ওমন বিড়লাই লোকসভার এমন একজন স্পিকার, যিনি পর পর ২ বার পূর্ণসময়কালের জন্য এই পদে নির্বাচিত হলেন। এদিকে, ওম বিড়লাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, আপনার মিষ্টি হাসি গোটা হাউসকে খুশি রাখে’। আমি এই কক্ষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অমৃত কালের সময় এই পদে দ্বিতীয়বার বসতে পারাটা আপনার জন্য বিশাল দায়িত্ব।’ একইসঙ্গে মোদী বলেন, ‘ আমরা আশা করি, আপনার অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আপনি আগামী ৫ বছরের জন্য আমাদের গাইড করবেন। দ্বিতীয়বারের মতো স্পিকার হওয়া নিজেই একটি রেকর্ড।’
Related Posts
দেশ জুড়ে তৃতীয় দফায় ভোট পড়ল ৬১ শতাংশ, বাংলার ৪ কেন্দ্রে ৭৪ শতাংশ
তৃতীয় দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার থেকে মহারাষ্ট্রে বিরোধী এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে বাংলার মহুয়া মৈত্র, রীতেশ দেশমুখ থেকে জেনেলিয়া ডিসুজা-রা এই দফায় ভোট দিলেন। তৃতীয় দফায় রাত আটটা পর্যন্ত দেওয়া হিসেবে দেশে ভোট পড়ল ৬১.৪৫ শতাংশ। এবার এই […]
উধমপুরের পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ আগুন
সাতসকালে উধমপুরের পাওয়ার গ্রিড স্টেশন ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার বাত্তাল বাল্লিয়ান শিল্প এলাকায়। আগুন দেখে ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয়। দমকলের গাড়ি এসে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অন্যদিকে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
শনিবার সকালে কেদারনাথ ধামে ভেঙে পড়ল হেলিকপ্টার
পাহাড়ের কোলে ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ শনিবার সকালে সেনার এমআই-১৭ কপ্টারে করে বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের পাহাড়ি এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে পড়তে দেখা যায় ক্রিস্টাল হেলিকপ্টারটিকে ৷ এই ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, এই হেলিকপ্টারটি আগে থেকেই দুর্ঘটনাগ্রস্ত ছিল ৷ ক্রিস্টাল হেলিকপ্টারটির সব […]