দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা, বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু

১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে সংসদের নিম্নকক্ষের স্পিকার হিসাবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার ওম বিড়লা লোকসভার স্পিকার পদের দায়িত্ব পেলেন। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ওম বিড়লা ২.০র যাত্রাকাল শুরু হতেই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বলরাম জাখরের পর ওমন বিড়লাই লোকসভার এমন একজন স্পিকার, যিনি পর পর ২ বার পূর্ণসময়কালের জন্য এই পদে নির্বাচিত হলেন। এদিকে, ওম বিড়লাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, আপনার মিষ্টি হাসি গোটা হাউসকে খুশি রাখে’।  আমি এই কক্ষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অমৃত কালের সময় এই পদে দ্বিতীয়বার বসতে পারাটা আপনার জন্য বিশাল দায়িত্ব।’ একইসঙ্গে মোদী বলেন, ‘ আমরা আশা করি, আপনার অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আপনি আগামী ৫ বছরের জন্য আমাদের গাইড করবেন। দ্বিতীয়বারের মতো স্পিকার হওয়া নিজেই একটি রেকর্ড।’

error: Content is protected !!