বিহারের পাটনায় বাড়ির সামনে ৪ বছরের শিশুকন্যাকে গুলি করে খুন

বাড়ির সামনে বাবার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে। আচমকাই গুলির আওয়াজ। গুলিবিদ্ধ ৪ বছরের শিশুকন্যা ঘটনাস্থলেই মৃত। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। পুলিশ সূত্রে খবর, মৃতার বাবা স্বাস্থ্য দপ্তরে কাজ করেন। সেদিন রাতে তিনি বাড়ি পৌঁছনোর পর মেয়েই দরজা খুলে দেয়। শিশুকন্যার মা ঘরের ভিতরে ছিলেন। যতক্ষণ বাবা গাড়ি পার্কিং করছিলেন, ততক্ষণ দরজার সামনেই দাঁড়িয়ে ছিল সে। হঠাৎ গুলির আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন বাবা-মা। গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন সে প্রাণ হারায়। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

error: Content is protected !!