বাড়ির সামনে বাবার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে। আচমকাই গুলির আওয়াজ। গুলিবিদ্ধ ৪ বছরের শিশুকন্যা ঘটনাস্থলেই মৃত। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। পুলিশ সূত্রে খবর, মৃতার বাবা স্বাস্থ্য দপ্তরে কাজ করেন। সেদিন রাতে তিনি বাড়ি পৌঁছনোর পর মেয়েই দরজা খুলে দেয়। শিশুকন্যার মা ঘরের ভিতরে ছিলেন। যতক্ষণ বাবা গাড়ি পার্কিং করছিলেন, ততক্ষণ দরজার সামনেই দাঁড়িয়ে ছিল সে। হঠাৎ গুলির আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন বাবা-মা। গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন সে প্রাণ হারায়। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Related Posts
‘এনসি, পিডিপি, কংগ্রেসরা কাশ্মীরের যুবসমাজকে নষ্ট করে দিয়েছে’, বিরোধী দলগুলিকে আক্রমণ মোদির
ভোটপ্রচারের জন্য জম্মু-কাশ্মীরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কাটরাতে দলীয় সভায় বক্তৃতা দিতে গিয়ে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের যুবসমাজের ভবিষ্যত নষ্ট করছে এনসি, পিডিপি, কংগ্রেসের মতো দলগুলি। এরা কখনই যুবসমাজের ভালো চায় না। এই পাপের কারণে জম্মু যেমন জ্বলছে, তেমনই কাশ্মীরও জ্বলছে। আর এর লাভ নিচ্ছে সীমান্তে ওপারে থাকা আমাদের শত্রুরা। কয়েকদিন আগে […]
অন্ধ্রপ্রদেশে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণে অভিযুক্ত বাবা
একটি শিশু, একটি মেয়ে তার সুরক্ষার জন্য ছোট থেকে যাঁর উপর সবচেয়ে বেশি ভরসা করে, সেই মানুষটি হল তার বাবা ৷ কিন্তু, সেই বাবাই যখন তাকে ধর্ষণ করে, তখন সেই মেয়েটি কার কাছে নিজেকে সুরক্ষিত মনে করবে, কাকেই বা বিশ্বাস করবে ! বিপদ-আপদ থেকে আগলে রাখার পরিবর্তে বাবাই যখন আড়াই-তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করছে […]
ইডির নতুন অধিকর্তা হচ্ছেন রাহুল নবীন
ইডির পরবর্তী অধিকর্তা হচ্ছেন রাহুল নবীন । বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইডির শীর্ষ পদে ১৯৯৩ ব্যাচের আইআরএস অফিসার নবীনের নাম ঘোষণা করা হয়। গত সেপ্টেম্বর থেকে তিনি ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ইডির অধিকর্তা পদে সঞ্জয়কুমার মিশ্রেয় মেয়াদ শেষ হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে ইডির ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল সঞ্জয়কে। এর […]