২২-তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সোমবার মস্কো সফর শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু’দিনের গুরুত্বপূর্ণ এই সফর ৮ এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন কূটনৈতিক মহল। গত পাঁচ বছরের মধ্যে এটি মোদির প্রথম রাশিয়া সফর এবং উল্লেখযোগ্যভাবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি মোদির প্রথম সফর। স্বভাবতই ইউক্রেন যুদ্ধ আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই রাশিয়া সফর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক প্রেক্ষিতে, এমনটাই মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ থেকে মোদি যাবেন অস্ট্রিয়ায়। ৪১ বছর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে সেদেশে পা রাখবেন নরেন্দ্র মোদি। তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত রাশিয়া-অস্ট্রিয়া দুদেশই। কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বন্ধুত্ব আরও মজবুত করতে মোদিকে বিশেষ বার্তা পাঠিয়েছে মস্কো ও ভিয়েনা। এই দুই সফরকেই ঐতিহাসিক বলে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নমোও।
Related Posts
আজই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন, না করলেই জরিমানা!
আজই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন ৷ ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, বুধবার । যদিও, করদাতাদের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে বলে জল্পনা রয়েছে ৷ তবে আয়কর দফতরের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত মেলেনি । গত বছরও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা না বাড়ানোয় বিপুল সংখ্যক করদাতা সমস্যায় […]
পঞ্চম দফায় দেশে ভোট পড়ল মাত্র ৫৭.৪৭ শতাংশ, বাংলার ৭ কেন্দ্রে ভোটের হার ৭৩ শতাংশ
শেষ হল লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ৷ ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি কেন্দ্রে এদিন ছিল ভোটগ্রহণ ৷ কমিশনের রিপোর্ট অনুযায়ী ভোটদানের নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ পূর্বের রাজ্যটিতে ভোট পড়েছে ৭৩.০০% ৷ পঞ্চম দফায় নজর ছিল মুম্বইয়ে ৷ শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ সেখানে ভোট দিলেন প্রথমসারির প্রায় সকল তারকাই ৷ তবু ভোটদানের নিরিখে পিছিয়ে […]
এবার হ্যাক হয়ে গেল সুপ্রিমকোর্টের ইউটিউব চ্যানেল!
হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল । শুক্রবার সকাল থেকে সেই চ্যানেলে দেখা যাচ্ছে এক্সআরপি-র (XRP) ভিডিও যা আমেরিকার রিপল ল্যাবস সংস্থার তৈরি ক্রিপ্টোকারেন্সি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যেসব শুনানি হয়, এবং যে সব মামলায় জনস্বার্থ জড়িয়ে থাকে সেসব শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। যেমন অতি সম্প্রতি আরজি কর ধর্ষণ ও খুন মামলার […]