রাশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি

২২-তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সোমবার মস্কো সফর শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু’দিনের গুরুত্বপূর্ণ এই সফর ৮ এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন কূটনৈতিক মহল। গত পাঁচ বছরের মধ্যে এটি মোদির প্রথম রাশিয়া সফর এবং উল্লেখযোগ্যভাবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি মোদির প্রথম সফর। স্বভাবতই ইউক্রেন যুদ্ধ আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই রাশিয়া সফর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক প্রেক্ষিতে, এমনটাই মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ থেকে মোদি যাবেন অস্ট্রিয়ায়। ৪১ বছর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে সেদেশে পা রাখবেন নরেন্দ্র মোদি। তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত রাশিয়া-অস্ট্রিয়া দুদেশই। কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বন্ধুত্ব আরও মজবুত করতে মোদিকে বিশেষ বার্তা পাঠিয়েছে মস্কো ও ভিয়েনা। এই দুই সফরকেই ঐতিহাসিক বলে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নমোও।

error: Content is protected !!