রাজনীতিতে তাঁরা একে অপরের চরম বিরোধী। একে অপরকে আক্রমণ পালটা আক্রমণ করতে কেউ পিছুপা হন না। কিন্তু, সেই বিরোধকে সরিয়ে কিছু সময়ের জন্য একই ফ্রেমে দেখা গেল প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। শুধু একই ফ্রেমে তাদের দেখাই গেল না একে অপরকে তাঁরা অভিবাদনও জানালেন। এমনই বিরল ছবি ধরা পড়ল সংসদ চত্বরে একটি সর্বদলীয় চা চক্রে। সংসদের বর্ষা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওয়াকফ বোর্ডের প্রস্তাবের সময় বিতর্কের কারণে লোকসভা এবং রাজ্যসভা স্থগিত করা হয়। তারপরে, লোকসভার স্পিকার ওম বিড়লা শুক্রবার সংসদে একটি চা চক্রের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে সব দলের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও। তাঁরা একে অপরকে ‘নমস্কার’ বলে অভিবাদন জানান। এছাড়াও এই বিশেষ চা চক্রের অনুষ্ঠানে সব দলের সাংসদরা উপস্থিত ছিলেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দেন এই চা চক্রে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একই ফ্রেমে দেখতে পাওয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বৈঠকের ছবি সারাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে বিরোধী দলনেতা এবং শাসক দলের নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। একইসঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছ থেকে খোঁজখবর নেন রাহুল গান্ধী। রাজনাথ সিং বলেছেন, ভারত সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
Related Posts
বাস দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা কেন্দ্রের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
যোগীরাজ্যে ফের ভয়াবহ দুর্ঘটনা । বুধবার সকালে উন্নাওতে দুধের ট্যাঙ্কারে বেপরোয়া ডবল ডেকার বাসের ধাক্কার মৃত্যু হয়েছে ১৮ জনের। গুরুতর জখম ১৯। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উন্নাওয়ের লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বুধবার বেলায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে হয়েছে। […]
ফের কেদারনাথে তুষারধস
উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য এলাকায় তুষারধসের একাধিক ছবি সামনে আসছে। চোরাবারি হিমবাহের প্রায় চার কিলোমিটার উপরে কেদারনাথ এলাকাতেও এবার সেই তুষারধসের ছবি দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণেই হিমালয় পার্বত্য অঞ্চলে এমন তুষারধস দেখা দিচ্ছে। পাশাপাশি এই ঘটনাকে বিজ্ঞানীরা অবশ্য স্বাভাবিক বলেই মনে করছেন। সম্প্রতি কেদারনাথ অঞ্চলে হিমালয় পর্বতশ্রেণীতে হিমবাহের একাংশ ভেঙে পড়ার একটি […]
পথ দুর্ঘটনায় নিহত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর
পথ দুর্ঘটনায় নিহত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর। পুলিশ সূত্রে খবর, তাঁর স্কুটারটি একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তির নাম এন কে পবিত্রান, তিনি পূর্ব জেলা ক্রাইম টিমের সাথে যুক্ত ছিলেন। এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পবিত্রান নিয়ন্ত্রণ হারায়, স্কুটারটি ডিভাইডারে ধাক্কা মারে, এতে তিনি গুরুতর আহত […]