একই ফ্রেমে মোদি-রাহুল! সংসদের চা চক্রে বিরল ছবি

রাজনীতিতে তাঁরা একে অপরের চরম বিরোধী। একে অপরকে আক্রমণ পালটা আক্রমণ করতে কেউ পিছুপা হন না। কিন্তু, সেই বিরোধকে সরিয়ে কিছু সময়ের জন্য একই ফ্রেমে দেখা গেল প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। শুধু একই ফ্রেমে তাদের দেখাই গেল না একে অপরকে তাঁরা অভিবাদনও জানালেন। এমনই বিরল ছবি ধরা পড়ল সংসদ চত্বরে একটি সর্বদলীয় চা চক্রে। সংসদের বর্ষা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওয়াকফ বোর্ডের প্রস্তাবের সময় বিতর্কের কারণে লোকসভা এবং রাজ্যসভা স্থগিত করা হয়। তারপরে, লোকসভার স্পিকার ওম বিড়লা শুক্রবার সংসদে একটি চা চক্রের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে সব দলের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও। তাঁরা একে অপরকে ‘নমস্কার’ বলে অভিবাদন জানান।  এছাড়াও এই বিশেষ চা চক্রের অনুষ্ঠানে সব দলের সাংসদরা উপস্থিত ছিলেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দেন এই চা চক্রে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একই ফ্রেমে দেখতে পাওয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বৈঠকের ছবি সারাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে বিরোধী দলনেতা এবং শাসক দলের নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। একইসঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছ থেকে খোঁজখবর নেন রাহুল গান্ধী। রাজনাথ সিং বলেছেন, ভারত সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

error: Content is protected !!