অস্ট্রিয়ার চ্যান্সেলারের সঙ্গে নৈশভোজ প্রধানমন্ত্রী মোদির

মস্কো সফর সেরে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিয়েনায় পৌঁছে সেদেশের চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে সারলেন নৈশভোজ ৷ ছবিও তুললেন কার্লের সঙ্গে ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখলেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য চ্যান্সেলারকে ধন্যবাদ ৷ আগামীকালের আলোচনার জন্য অপেক্ষা করছি ৷ ভবিষ্য়তে বিশ্বের উন্নতি স্বার্থে দুই দেশ এভাবেই একসঙ্গে চলবে ৷” এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলার ৷ এক্স হ্যান্ডেলে মোদির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “অস্ট্রিয়াতে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত হয়েছি । দীর্ঘ কয়েক যুগ ধরে অস্ট্রিয়া এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে । আমার আশা দু’দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনা ফলপ্রসূ হবে ৷”

error: Content is protected !!