“আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব ৷” রক মেমোরিয়ালে ধ্যান ভঙ্গ করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই লেখা পৃষ্ঠা সোশালে পোস্ট করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শনিবার বিকেল ৩টে নাগাদ তিনি তাঁর ধ্যান ভঙ্গ করে কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে নেমে আসেন ৷ বৃহস্পতিবার, ৩০ মে সন্ধ্যায় তিনি সেখানে ধ্যানে বসেন ৷ ৪৫ ঘণ্টা ধ্যান করে সেখান থেকে নেমে আসবেন বলে জানা গিয়েছিল ৷ সেইমতো শনিবার তাঁর ধ্যান ভাঙে ৷ বিবেকানন্দ রক থেকে বেরিয়ে তিনি কোনও সাংবাদিকের মুখোমুখি হননি ৷ তবে দেশের দক্ষিণতম প্রান্ত বিবেকানন্দ রকে ধ্য়ান করে প্রধানমন্ত্রীর যে অনুভূতি, তা তিনি লিখেছেন ৷
Related Posts
হরিয়ানা নির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, যোগ দিয়েই টিকিট পেলেন ভিনেশ ফোগাট
সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন প্যারিস অলিম্পিকের কুস্তিগির ভিনেশ ফোগাট। তার মধ্যেই পেয়ে গেলেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিট। জুলানা বিধানসভা থেকে লড়বেন তিনি। আরেক কুস্তিগির বজরং পুনিয়াও নাম লিখিয়েছেন হাত শিবিরে। তিনি অবশ্য প্রার্থী হননি। কিন্তু দলে যোগ দিয়েই সর্বভারতীয় কিষাণ কংগ্রেসে কার্যকরী চেয়ারম্যানের পদও পেয়ে গিয়েছেন তিনি। ৫ অক্টোবর হরিয়ানায় নির্বাচন। ভিনেশ যে সেখানে […]
উত্তরপ্রদেশে লাইনচ্যুত মালগাড়ির ৭টি কামরা
উত্তরপ্রদেশের লাইনচ্যুত মালগাড়ি। দুর্ঘটনার জেরে উলটে গিয়েছে মালগাড়ির ৭টি কামরা। মালগাড়ি হওয়ার জেরে এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটলেও বিস্তর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যে নাগাদ আমরোহায় গাজিয়াবাদ ও মোরাদাবাদ স্টেশনের মাঝে বেলাইন হয়ে যায় মালগাড়িটি। ট্রেনের ৭টি কামরা […]
🔴LIVE: বাজেট ২০২৪
সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ জোটের সরকার। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর ফলে এবারের বাজেটে একাধিক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।